এই খুনে প্রধান অভিযুক্ত ভদু মোল্লা ঘটনার পর থেকে পলাতক ছিল। রবিবার ভোর রাতে ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। চারজনই মৌসুনির একটি হোমস্টে কটেজে উঠেছিল। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদেরকে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন: ভাত খেতে ডাকায় মাকে কুপিয়ে খুন করল ছেলে! ঘটনা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে
এদিন বেলায় বিষ্ণুপুর থানার পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নেয়। এই খুনে মোট ৯ জনকে গ্রেফতার হল। ঘটনার দিন চারজন দুষ্কৃতী বাইক করে এসে প্রথমে বোমাবাজি গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে দাবী পুলিশের।
advertisement
বিশ্বজিৎ হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 9:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মূল অভিযুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে






