South 24 Parganas News : ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে

Last Updated:

 ব্যাঙ্কের পাসবই বকখালি থেকে বাড়িতে ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে। ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস। তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

বকখালি
বকখালি
বকখালি: ব্যাঙ্কের পাসবই বকখালি থেকে বাড়িতে ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে। ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস। তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনি দ্বীপে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বেশ কয়েকদিন ধরে ঘুরতে দেখা যাচ্ছিল। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এক সিভিক ভলেন্টিয়ার এই তথ‍্য থানায় জানায়।
advertisement
এরপর থানার পক্ষ থেকে একটি সেচ্ছাসেবী সংগঠনকে খবর দেওয়া হয়।খবর পাওয়ার পর তারা মৌসুনি দ্বীপে পৌঁছান। সেখানে গিয়ে ওই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কাছ থেকে উদ্ধার হয় একটি সমবায় সমিতির পাস বই।
advertisement
এরপর তারা দ্রুত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেয়। সেই খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিদ্ধি সরকার ওই পাস বইয়ের ঠিকানা খোঁজার চেষ্টা করেন। ওই পাসবুক থেকে জানা যায় ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস।
advertisement
পূর্ব মেদিনীপুরের মন্দারমনি কোস্টাল থানার জোশিপুর গ্রামের বাসিন্দা তিনি। মাস ছয়েক আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কাঞ্চন দেবী চলে আসেন মৌসুনিতে। ঠিকানা খোঁজার পরেই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আসেননি। অগত‍্যা পুলিশকর্মীরা তাকে বাড়িতে পৌছে দেওয়ার ব‍্যবস্থা করে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement