পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বোমাটি কোথা থেকে এল তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা বোমা রেখে গিয়েছে। তবে এলাকার মানুষ বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।
আরও পড়ুন: ফোনালাপে বন্ধুত্ব, তারপরেই অশ্লীল ছবি চাওয়া, কী পরিণতি হল যুবকের!
advertisement
এর আগে কুলপির ছামানামুনি থেকে গতবছরের নভেম্বর মাসে একাধিক বোমা উদ্ধার হয়েছিল। সেসময় বোমার আঘাতে এক কিশোর আহতও হয়েছিল। লাগাতার বোমা উদ্ধারের পড় আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন: কলকাতার এই ৫ খাবার না খেলে জীবনই প্রায় বৃথা! কোথায় পাওয়া যায় দেখুন, চমকে উঠবেন
আর আবারও এই বোমা উদ্ধার হওয়ায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। তবে আগের ঘটনা থেকে সকলে সতর্ক থাকায় বড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ।
----নবাব মল্লিক






