পুরুলিয়া : অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ায় গ্রেফতার এক যুবক। ঘটনা কে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়ায় । পুলিশ সূত্রে খবর , প্রথমে স্বামীর বন্ধুর পরিচয় দিয়ে পুরুলিয়ার মেয়ে তথা বর্তমানে বাঁকুড়ার গৃহবধূর সঙ্গে ফোনে আলাপ জমান বাঁকুড়ার বাড়িকুল থানা এলাকার বাসিন্দা বছর পঁচিশের যুবক চঞ্চল কামিল্যা । তারপরই তাদের আলাপ ধীরে , ধীরে বন্ধুত্বে পরিণত হয়। বেশিরভাগ সময়ই তারা ফোনে কথা বলতো একে অপরের সঙ্গে।
সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গভীরতা পায় । এরপরই ওই মহিলার অভিযোগ , সম্পর্ক গভীর হওয়ার পরই ধৃত যুবক তাদের অন্তরঙ্গ মুহূর্তের কথোপকথন ও আপত্তিকর ছবি নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি করে । টাকা দিতে না চাইলে তাদের কথোপকথনের কল রেকর্ডিং মহিলার স্বামীকে পাঠিয়ে দেওয়ার ভয় দেখান ধৃত ওই যুবক। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলে তাদের মধ্যে অশান্তি ।
আরও পড়ুন: 'এই রিপোর্টে আমরা সন্তুষ্ট নই', বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গণ্ডগোলে ক্ষুব্ধ হাই কোর্ট
অবশেষে কোনও উপায় না পেয়ে ওই মহিলা ধৃত যুবকের বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া থেকে ওই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন: কলকাতার এই ৫ খাবার না খেলে জীবনই প্রায় বৃথা! কোথায় পাওয়া যায় দেখুন, চমকে উঠবেন
এ বিষয়ে ধৃতের দাবি , তিনি ওই মহিলার সঙ্গে কোন খারাপ ব্যবহার করেননি। মহিলার মুখের ছবি চেয়েছিলেন কিন্তু মহিলা তাকে আপত্তিকর ছবি পাঠিয়ে দেন । এখানে তার কোন দোষ নেই । তাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। ধৃত যুবককে সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia news, West Bengal news