ওই মহিলার নাম সাহানা পুরকাইত। মথুরাপুরের কাটানদিঘীতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর মথুরাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস হয়। রাতে ঝড়ের দাপটে জেলার কিছু অংশে গাছের ডাল ভেঙেছে। বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে কিছু এলাকা।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর মেয়ে সুকন্যা কি স্কুলে যেতেন? প্রশ্ন শুনে মুখে কুলুপ স্থানীয়-শিক্ষকদের!
শুক্রবার সকাল থেকেও আকাশের মুখ ভার। পাথরপ্রতিমায় ঝড়ের সময় একটি ঘরে বাজ পড়ার মতো ঘটনা ঘটেছে। ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে রাস্তায়। সেগুলি সরাতে পথে নামে ডায়মন্ডহারবার পৌরসভার কর্মকর্তারা। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টি বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। জেলার সুন্দরবন উপকূলে ঝড়-বৃষ্টির দাপট বেশী থাকবে। উত্তাল হবে নদী ও সমুদ্র। আগামিকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সুন্দরবনের সবকটি ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে বসেই হাজিরা খাতায় সই, বীরভূমের কোন স্কুলে কর্মরত অনুব্রত-কন্যা সুকন্যা মন্ডল?
প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে পঞ্চায়েতগুলির সঙ্গে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কন্ট্রোলরুমে উপস্থিত আছেন। ঝড়-বৃষ্টির দাপট বাড়লে বন্ধ করে দেওয়া হবে সুন্দরবনের সব ফেরি সার্ভিস। সেচ দফতরের আধিকারিকদের বাঁধের ওপর নজর রাখতে বলা হয়েছে। এই মুহুর্তে আবহাওয়া খারাপ থাকায় বিপর্যস্ত সমগ্র দক্ষিণ ২৪ পরগণা।
নবাব মল্লিক






