ইতিমধ্যে ক্রুজের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।মেলার সময় ছাড়া সাধারণ সময়ে যাতায়াতের ভাড়া ধার্য হয়েছে এক হাজার টাকারও কম। মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে সাগরে। ভেসেল চলাচলের সমস্যা এড়িয়ে এই যাত্রা সহজ হবে। মেলার তিনদিন যাতায়াতের ভাড়া ধার্য হয়েছে ৩ হাজার টাকা।
আরও পড়ুন: চিকেন ছাড়ুন! একবার চেখে দেখুন এই পকোড়া! মুখে লেগে থাকবে স্বাদ
advertisement
১৭৬ আসনের ক্রুজটি সকাল সাড়ে ন’টায় কচুবেড়িয়ার উদ্দেশে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে। ফিরতি পথে কচুবেড়িয়া ঘাট থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্রুজের যাত্রা শুরু হবে। ১৭৬ আসনের ক্রুজটি সকাল সাড়ে ন’টায় কচুবেড়িয়ার উদ্দেশে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে।
ফিরতি পথে কচুবেড়িয়া ঘাট থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্রুজের যাত্রা শুরু হবে। সাগরমেলা ছাড়া ক্রুজের ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবার ভাড়া থাকছে যথাক্রমে ৫৩০ এবং ৬৩০ টাকা। তবে সঙ্গে যদি জলখাবার খেতে চান অতিরিক্ত ৯৯ টাকা দিতে হবে। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন গঙ্গাসাগরে।
নবাব মল্লিক