TRENDING:

South 24 Parganas News: নতুন পাঞ্জাবি পরে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বলে বের হন, শেষ পর্যন্ত ঠাঁই হল হাসপাতালে

Last Updated:

বৃহস্পতিবার সাতসকালে বহড়ুর মোড়ের কাছে জয়নগরমুখী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ বারাসতমুখী এক বাইক আরোহীকে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই বাইক আরোহী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বলে নতুন পাঞ্জাবি পরে সেজেগুজে বেরিয়েছিলেন। সঙ্গে শ্বশুর-শাশুড়ির জন্য নতুন পোশাক ও মিষ্টির হাঁড়ি ছিল। বাইক নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনাও হয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত শাশুড়ির হাতে মিষ্টি খাওয়ার বদলে জামাইয়ের ঠাঁই হল হাসপাতালে! মিনি ম্যাটাডোর বা টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হলেন জামাই (এখনো পর্যন্ত নাম জানা যায়নি)। জয়নগরের বহড়ুর ঘটনা।
advertisement

আরও পড়ুন: এই সরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ দেখলে চমকে যাবেন আপনি

বৃহস্পতিবার সাতসকালে বহড়ুর মোড়ের কাছে জয়নগরমুখী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ বারাসতমুখী এক বাইক আরোহীকে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই বাইক আরোহী। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছে। তাঁর নাম জানা না গেলেও বেশভূষা এবং সঙ্গে নতুন জামা কাপড়ের প্যাকেট ও মিষ্টির প্যাকেট দেখে পুলিশের অনুমান জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।

advertisement

View More

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। তাঁদের অনুমান, টেম্পোর চালক কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নতুন পাঞ্জাবি পরে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বলে বের হন, শেষ পর্যন্ত ঠাঁই হল হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল