গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির চত্বরে নাটমন্দিরে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নব্যেন্দু চক্রবর্তী, সৌম্যকান্তি জানাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সচেতনতা শিবির থেকে স্থানীয় গ্রামবাসীদের বিষধর এবং বিষহীন সাপ, সাপের বিষের মাত্রা, সাপের কামড়ের চিহ্ন সহ অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ নারীশিক্ষার প্রসার ঘটাতে বেগম রোকেয়াকে নিয়ে 'স্মারক বক্তৃতা' অনুষ্ঠান
সাপে কামড়ানোর পর রুগীকে ওঝার কাছে না নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় স্থানীয়দের। সাপ সম্পর্কিত এই সমস্ত সচেতনতা শিবির থেকে সাধারণ মানুষজন অনেক অজানা জিনিস শিখতে পারছেন। এরফলে আগামীতে সাপ সম্পর্কে সাধারণ মানুষজনের ভীতি কমবে এবং তারা হসপিটালমুখি হতে পারবে বলে মনে করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
আরও পড়ুনঃ গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে কয়েক কোটি টাকা প্রতরণার অভিযোগ!
এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নবেন্দু চক্রবর্তী জানান মূলত কুসংস্কার দূর করা ও সাপ সম্পর্কে অযথা ভিতী দূর করতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবির থেকে সাপে কামড়ানোর পর অযথা দেরী না করে হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Nawab Mallick