South 24 Parganas: নারীশিক্ষার প্রসার ঘটাতে বেগম রোকেয়াকে নিয়ে 'স্মারক বক্তৃতা' অনুষ্ঠান
Last Updated:
নারীশিক্ষার প্রসার ঘটাতে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল 'স্মারক বক্তৃতা' অনুষ্ঠান। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ , বাংলা ও মানবীবিদ্যা বিভাগ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডায়মন্ডহারবার: নারীশিক্ষার প্রসার ঘটাতে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল 'স্মারক বক্তৃতা' অনুষ্ঠান। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ , বাংলা ও মানবীবিদ্যা বিভাগ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ বছর ধরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। এবছর পঞ্চম রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। মহিলা বিশ্ববিদ্যালয়ে ২০২২ রোকেয়া স্মারক বক্তৃতা প্রদান করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক \" পদ্ম ভূষন\" গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। সভাপতিত্বে ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ লক্ষ্মী সুব্রামানিয়াম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সোমা বন্দোপাধ্যায় এই বক্তৃতা অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন। প্রসঙ্গত ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় ২০১৮ সাল থেকে এই বক্তৃতা আয়োজন করে চলেছে। এবছর বেগম রোকেয়াকে নিয়ে ব্যক্তৃতার আয়োজন করা হয়। বাঙালি নারীদের শিক্ষার ইতিহাসে রোকেয়া একজন উজ্জ্বল নক্ষত্র।
advertisement
কলকাতায় মূলত তাঁরই উদ্যোগে এই বাংলায় প্রথম নারী শিক্ষার জন্যে মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।নারীদের এগিয়ে চলার জন্য শিক্ষার প্রয়োজনীতা ও নারী পুরুষের সমতার পিছনে তিনি কাজ করে গিয়েছিলেন সারাটা জীবন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন নারী সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন কখনই সম্ভব নয়। তাঁর সমস্ত জীবন তিনি সমাজে পিছিয়ে পড়া নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গোড়া তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্যে তিনি কাজ করে গিয়েছিলেন আমৃত্যু। নারীর শিক্ষাগ্রহণ, নারীর বাইরে চলাফেরা, কাজের অধিকার, স্বাধীন চিন্তা ও চেতনার অধিকার নিয়ে তিনি লড়াই করে গিয়েছিলছন সমস্ত জীবন। সেজন্যই বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে এই বক্তৃতা সভার আয়োজন করেছিল মহিলা বিশ্ববিদ্যালয়।
advertisement
বক্তৃতায় অংশগ্রহণকারী সকলেই বেগম রোকেয়ার জীবনী এবং নারীশিক্ষার প্রসারে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এই বক্তৃতা সভা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.সাইদুর রহমানের জানান অন্যান্যবারের তুলনায় এবারের এই বক্তৃতা সমৃদ্ধশালী ছিল। রোকেয়া যেমন বাংলার নারীদের শিক্ষিত করে তোলার সংকল্প নিয়েছিলেন, ঠিক একইভাবে পূর্ব ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যে নারী উচ্চ শিক্ষার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্রীকে পথ দেখাচ্ছে। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রম রয়েছে।
advertisement
প্রায় সব বিষয়ে গবেষণা অর্থাৎ, এম ফিল ও পিএইচডি চালু রয়েছে। তিনি জানিয়েছেন গায়ত্রীদেবীর বক্তব্য অনলাইনে শোনারও ব্যবস্থা ছিল। গায়ত্রীদেবীকে পঃ ব সরকার সম্প্রতি \"জাতীয় শিক্ষানীতি ২০২০\" কমিটির চেয়ারম্যান নিযুক্ত । বিশ্ববরেণ্য প্রথিতযশা গায়ত্রীদেবী নারী উচ্চশিক্ষার উপরে বারবার জোর দিয়েছেন। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
June 09, 2022 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: নারীশিক্ষার প্রসার ঘটাতে বেগম রোকেয়াকে নিয়ে 'স্মারক বক্তৃতা' অনুষ্ঠান