এই স্কেটিং প্রতিযোগিতা আয়োজন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্কেটিং সংস্থা। উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর স্বপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় একশো প্রতিযোগী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, জেলার বেশ কিছু জায়গায় স্কেটিং প্রশিক্ষণ দেওয়া হলেও পরিকাঠামোর অভাব আছে। সেই কারণে মূলত রাস্তার মধ্যেই চলে প্রশিক্ষণ।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে বিদ্যুতের ব্যাপক চাহিদায় শর্ট সার্কিট, আতশবাজির মত ফাটল ইলেকট্রিক তার!
৫০০ মিটার, ১ কিলোমিটার ও ২ কিলোমিটারের ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শুরু হয় সকাল ৯ টা নাগাদ, শেষ হয় দুপুর আড়াইটেতে।
আগামী দিনে বারুইপুর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে স্কেটিং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রথমবার জেলায় স্কেটিং প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশি প্রতিযোগীরাও।
সুমন সাহা