TRENDING:

Sports News: বারুইপুরে প্রথম জেলাভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা

Last Updated:

৫০০ মিটার, ১ কিলোমিটার ও ২ কিলোমিটারের ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জেলার প্রথম স্কেটিং প্রতিযোগিতা আয়োজিত হল বারুইপুরে। এখানকার রাসমণি বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আসর বসে। প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
advertisement

এই স্কেটিং প্রতিযোগিতা আয়োজন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্কেটিং সংস্থা। উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর স্বপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় একশো প্রতিযোগী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, জেলার বেশ কিছু জায়গায় স্কেটিং প্রশিক্ষণ দেওয়া হলেও পরিকাঠামোর অভাব আছে। সেই কারণে মূলত রাস্তার মধ্যেই চলে প্রশিক্ষণ।

advertisement

আরও পড়ুন: তীব্র গরমে বিদ্যুতের ব্যাপক চাহিদায় শর্ট সার্কিট, আতশবাজির মত ফাটল ইলেকট্রিক তার!

৫০০ মিটার, ১ কিলোমিটার ও ২ কিলোমিটারের ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শুরু হয় সকাল ৯ টা নাগাদ, শেষ হয় দুপুর আড়াইটেতে।

View More

advertisement

আগামী দিনে বারুইপুর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে স্কেটিং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রথমবার জেলায় স্কেটিং প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশি প্রতিযোগীরা‌ও।

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা লরি চালক, মেয়ে দেশের জার্সি গায়ে কাঁপাচ্ছে ময়দান! ভারতকে জিতিয়ে বাড়ি ফিরলেন ঠাণ্ডামনি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sports News: বারুইপুরে প্রথম জেলাভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল