Hooghly News: তীব্র গরমে বিদ্যুতের ব্যাপক চাহিদায় শর্ট সার্কিট, আতশবাজির মত ফাটল ইলেকট্রিক তার!

Last Updated:

কালী পুজোয় যেভাবে আতশবাজি ফাটে, ঠিক তেমন করে রাস্তার মধ্যে ইলেকট্রিকের তারে আগুন জ্বলছিল। জ্বলন্ত তার থেকে আগুন চারপাশে ছিটকে পড়ছিল।

+
title=

হুগলি: কালীপুজোয় রাস্তায় যেভাবে লঙ্কাপটকা ফাটে, ঠিক তেমনই রাস্তায় পড়ে ফটফট শব্দে পুড়ছিল বিদ্যুতের তার! মঙ্গলবার সাতসকালে এমন‌ই দৃশ্য দেখা গেল উত্তরপাড়ায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। বিশেষ করে জনবহুল এলাকায় গোটা বিষয়টি ঘটায় আতঙ্ক মাত্রাছাড়ায়।
মঙ্গলবার সকালে হুগলির উত্তরপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে হঠাৎই একটি বিদ্যুতের তার পোস্ট থেকে রাস্তায় ছিঁড়ে পড়ে। যেখানে ঘটনাটি ঘটে সেখানে একাধিক স্কুল, বাজার, দোকান আছে। প্রতিদিন সকালে বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, কালী পুজোয় যেভাবে আতশবাজি ফাটে, ঠিক তেমন করে রাস্তার মধ্যে ইলেকট্রিকের তারে আগুন জ্বলছিল। জ্বলন্ত তার থেকে আগুন চারপাশে ছিটকে পড়ছিল। সেই আগুনেই পাশের একটি গাছ এবং লাইট পোস্ট‌ও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গরমের জন্য বিদ্যুতের চাহিদা হঠাৎ অনেকটা বেড়ে গিয়েছে। আর সেই কারণেই শর্ট সার্কিট হয়ে তার ছিড়ে পড়ে আগুন ধরে যায় বলে দাবি করেছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর এলাকার বিদ্যুতের লাইন মেরামতির কারণে উত্তরপাড়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই তীব্র গরমে ভোগান্তি বাড়ে স্থানীয় বাসিন্দাদের।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: তীব্র গরমে বিদ্যুতের ব্যাপক চাহিদায় শর্ট সার্কিট, আতশবাজির মত ফাটল ইলেকট্রিক তার!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement