মহিলা ও তাদের সঙ্গে আগত শিশু সন্তানদের কথা ভেবেই প্রশাসনের উদ্যোগে এবারের গঙ্গাসাগর মেলায় বেশ কয়েকটি এই 'শী কর্নার' খোলা হয়েছে প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এগুলি চালাচ্ছেন। এখানে শিশুর জন্য গরম দুধের পাশাপাশি মহিলারা প্রয়োজনে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও পাবেন।
গঙ্গাসাগর মেলার মধ্যে মোট ৫ টি 'শী কর্নার' কাজ করছে। এছাড়াও চেমাগরি পয়েন্টে আরও বেশ কয়েকটি 'শী কর্নার' তৈরি করা হয়েছে। ছোট ছোট ক্যাম্পের মতো দেখতে এগুলি। দূর দুরন্ত থেকে আসা বহু মহিলা পুণ্যার্থী এই 'শী কর্নার'-এ গিয়ে নিজের সন্তানকে গরম দুধ খাওয়াচ্ছেন এমন দৃশ্য দেখা গেল।
advertisement
আরও পড়ুন: মেনুতে মাংস, ফল! স্কুলেও এবার এলাহি ভোজের স্বাদ
মহিলা ও তাঁদের শিশুদের জন্য চালু হওয়া এই নতুন উদ্যোগ নিয়ে সাগরের বিডিও সুদীপ্ত দাস বলেন, "২০২৩ সালের গঙ্গাসাগর মেলায় মহিলাদের জন্য একটা সম্পূর্ণ আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 'শী কর্নার'-এর উদ্দেশ্যই হলো মহিলারা যাতে আরো নিশ্চিন্তে ও নির্ঝঞ্জাটে সাগর মেলায় অসতে পারেন।"
এবারের গঙ্গাসাগর মেলার ভিড় অতীতের সমস্ত নজির ভেঙে দিয়েছে। তার মধ্যেও প্রশাসনের উদ্যোগে সুষ্ঠুভাবে প্রত্যেক তীর্থযাত্রীকে পরিষেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শনিবার বিকেল থেকেই সংক্রান্তির শাহি স্নান শুরু হয়ে গিয়েছে। চলবে রবিবার বিকেল পর্যন্ত।
সুমন সাহা