গরম পড়তেই রাজ্যের নানান প্রান্তে জল সঙ্কট দেখা দিয়েছে। কিন্তু যাদের হাতে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়ভার সেই পুলিশ কর্মীরাই এবার জল সঙৃকটের কারণে বিপাকে পড়েছেন। সুন্দরবনের গোসাবা ও জয়নগর থানায় জল সঙ্কট তীব্র আকার ধারণ করায় এই গরমে পুলিশ কর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: গরম পড়তেই তপনে পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে
advertisement
সূত্রের খবর, গোসাবা থানায় কোনও টিউবওয়েল নেই। থানার আশেপাশের এলাকাতেও কোনও টিউবওয়েলের দেখা মেলে না। কারণ এখানে জলস্তর মাটির অনেক নিচে নেমে গিয়েছে। ফলে শুধু পুলিশ কর্মীরাই নয়, আশেপাশের এলাকার মানুষও জলসঙ্কটে ভুগছে। এতদিন থানা সংলগ্ন খালের জল পরিশুদ্ধ করে তা পাইপের মাধ্যমে থানর রিজার্ভারে আসত। কিন্তু অত্যধিক গরম পড়ায় খালের জল শুকিয়ে গিয়েছে। ফলে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ একপ্রকার বন্ধই হয়েই গিয়েছে। সোনাগাঁ এলাকায় জলের পাম্প থাকলেও সেখানে থেকে থানায় জল আসে না। বাধ্য হয়েই বেশি দাম দিয়ে বাইরের দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে।
এদিকে জয়নগর থানায় থাকা সাবমার্সিবল পাম্প অকেজো হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পুলিশ কর্মীরা। এই সমস্যা সমাধানে একটি কলের ব্যবস্থা করা হলেও তা থেকে নোনা জল বেরোচ্ছে। জয়নগর থানার এক পুলিস কর্মী বলেন, দোকান থেকে চড়া দামে জল কিনে খেতে হচ্ছে। এদিকে থানার এই জলের সমস্যা কিছুটা দূর করতে জয়নগর-মজিলপুর পুরসভার পক্ষ থেকে একটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে থানার জন্য।
সুমন সাহা