Dakshin Dinajpur News: গরম পড়তেই তপনে পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে

Last Updated:

মার্ক টু শ্রেণির টিউবয়েল বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। কারণ টিউব‌ওয়েলের জলে অত্যাধিক মাত্রায় আয়রন থাকায় তা পানের যোগ্য নয়।

+
title=

দক্ষিণ দিনাজপুর: গরম পড়তেই জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায়। বহু গ্রামে সারা দিনেও এক ফোঁটা পানযোগ্য জল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কুয়ো, নদীর জলের উপর ভরসা করতে হচ্ছে গ্রামবাসীদের। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক কিলোমিটার পথ হেঁটে অন্য গ্রাম থেকে নিয়ে আসতে হচ্ছে পানীয় জল। সবমিলিয়ে এবারের গ্রীষ্মে নাজেহাল অবস্থা জেলার অসংখ্য মানুষের।
তপনের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রতিবছরই গ্রীষ্মকালে জলকষ্ট দেখা দেয়। তবে এবার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। পানীয় জলের সমস্যা মেটাতে বছর দুয়েক আগে তপনের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইমতো কিছু জায়গায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরুও হয়। তবে বেশিরভাগ জায়গাতেই এখনও পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়নি। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বিষয়টিও আপাতত কার্যকরী হয়নি। এই পরিস্থিতিতে এলাকার মানুষের একটাই দাবি, খুব দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করুক।
advertisement
advertisement
তপনের বালাপুর পঞ্চায়েতের হরিবংশীপুর সহ একাধিক এলাকাজুড়ে পানীয় জলের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। এই এলাকায় প্রায় ৫ হাজার লোকের বাস। এখানে মার্ক টু শ্রেণির টিউবয়েল বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। কারণ টিউব‌ওয়েলের জলে অত্যাধিক মাত্রায় আয়রন থাকায় তা পানের যোগ্য নয়। বাধ্য হয়ে প্রায় ২ কিলোমিটার দূরে থাকা বিএফএফ ক্যাম্প থেকে পানীয় জল নিয়ে আসে গ্রামের মানুষ। এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করে পরিষেবা শুরু হলে তবেই একমাত্র সমস্যার সমাধান হবে বলে মনে করছেন গ্রামবাসীরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: গরম পড়তেই তপনে পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement