TRENDING:

South 24 Parganas News: বেহাল জেটি, কাদা পেরিয়েই ‌যেতে হয় স্কুল পড়ুয়াদের!

Last Updated:

বেহাল জেটি কাদা পেরিয়ে আবার কখনো জল মাড়িয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হয়ে পলি জমে জমে যেটির অবস্থা বেহাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের গোপালগঞ্জ এলাকার নইপুকুরিয়া নদীর উপরে এপাড়ের গ্রামের মানুষদের ওপাড়েযেতে হয় প্রতিদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলতলি : বেহাল জেটি কাদা পেরিয়ে আবার কখনো জল মাড়িয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হয়ে পলি জমে জমে যেটির অবস্থা বেহাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের গোপালগঞ্জ এলাকার নইপুকুরিয়া নদীর উপরে এপাড়ের গ্রামের মানুষদের ওপাড়েযেতে হয় প্রতিদিন। দুই পারে দুটি যেটি মাঝখানে নদী। সানকি জাহান থেকে প্রতিদিন ৫০০র বেশি ছাত্রছাত্রী নদী পেরিয়ে স্কুলে আসে। এছাড়া ওই গ্রামের মানুষদের এপারে আসতে গেলে এই নদী পেরিয়ে আসতে হয়। যার কারণ নদীর এপারে ব্যাংক বাজার করতে আসতে হয় গ্রামের মানুষদের। জোয়ারের সময় তেমনভাবে কোন সমস্যা হয় না কারণ নদীতে সেই সময় জলের পরিমাণ বেশি থাকে তখন সেভাবে সমস্যা হয় না।
advertisement

তবে ভাটা পড়ে গেলে অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের তাদের দাবি যদি একটা ব্রিজ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ। তবে এ বিষয়ে স্কুলের এক ছাত্রী আশা দাস তিনি বলেন প্রতিদিন আমাদের নদী পেরিয়ে স্কুলে আসতে হয়। মাঝে মাঝে স্কুলে আসার সময় নদীতে ভাঁটা পড়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ আবাস যোজনায় দুর্নীতি! প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি কনকনদিঘীতে

স্কুল ড্রেসে কাদা ভর্তি হয়ে যায়। এই মতো অবস্থায় স্কুলে যেতে হয়। মাঝে মাঝে স্কুলে যেতে দেরি হয়ে যায় এই অবস্থাতে আমাদের স্কুলের নিয়মও আমরা ভেঙে ফেলি। টাইম মতো স্কুলে পৌঁছাতে পারি না। আবার কখনো কখনো বাড়ি ফেরার সময় ভাটা পড়ে গেলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় স্কুলে আসতে আর বাড়ি ফিরতেই সব সময় কেটে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেহাল জেটি, কাদা পেরিয়েই ‌যেতে হয় স্কুল পড়ুয়াদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল