দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-২ ব্লকের বকুলতলা এলাকার বাগমারী ইসলামিয়া হাই মাদ্রাসার পথচলা শুরু হয়েছিল ১৯৭২ সালে। এখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে। দেখতে দেখতে সেই মাদ্রাসায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে।
আরও পড়ুন: স্কুলে ক্লাস চলাকালীন উধাও একাদশ শ্রেণির ছাত্রী! ভয়ঙ্কর ঘটনা মাথাভাঙায়
এই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংসদ প্রতিমা মণ্ডল তাঁর সাংসদ তহবিলের অর্থ থেকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন কিনে দিয়েছেন। এদিকে জেলা পরিষদের অর্থে মাদ্রাসার তৃতীয় তলে শেড তৈরি হয়েছে। মঙ্গলবার সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, "ঋতুস্রাব চলাকালীন ছাত্রীরা স্কুলে আসতে চায় না। ভয়ে-লজ্জায় কাউকে ন্যাপকিনের কথা বলতে পারে না। তাই ৫ টাকার বিনিময়ে স্কুল চলাকালীন দুটি করে ন্যাপকিন তারা এই মেশিনের মাধ্যমে কিনে ব্যবহার করতে পারবে। এই মেশিন চালু হওয়ায় স্কুলছুটের সংখ্যা কমবে বলে দাবি করেন সাংসদ। এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন পেয়ে খুশি মাদ্রাসার ছাত্রীরা। তারা সাংসদকে ধন্যবাদ জানিয়েছে।
advertisement
সুমন সাহা