শুক্রবার যখন নৈহাটির ওই পর্যটকরা বোটে করে ঝিলা ১ নম্বর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁদের নজরে আসে একটি বাঘ জলে নামার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরেই সেই বাঘটি সেখানেই ছিল। কোনওভা সময় নষ্ট না করে সেই দুর্লভ দৃশ্য মোবাইল বন্দি করেন।
আরও পড়ুনঃ স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা
advertisement
প্রতিনিয়ত সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নজরে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এমন ঘটনায় চলতি মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা অন্যান্য বছরের তুলনা কয়েকগুণ বেড়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে বলে দাবি বন আধিকারিকরা। বন দফতরের সেই দাবির সত্যতা মিলেছে গত কয়েকমাসে একাধিকবার বাঘের দর্শন মেলায়।
যদিও বর্তমানে সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা কত সে বিষয়ে মুখ খুলতে চাননি বনকর্তারা। আগামী মার্চে বাঘ গণনার ফল প্রকাশ পেলেই সেই সংখ্যা জানা যাবে। তবে এ বার শীতে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকরা বারে বারে বাঘের দর্শন পাওয়ায় বেজায় খুশি।
সুমন সাহা