New Business Idea|| স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা

Last Updated:

new business ideas: শীতকাল মানেই নানান মরশুমি সবজির আগমন। এই সময় হরেক ধরনের সবজি চাষ করেন কৃষকরা। তাতে বেশ লাভবানও হন তারা। গাজর, আলু, পটল, ঝিঙের পাশাপাশি এ বার বিন চাষ করেও লাভবান জলপাইগুড়ির মান্তাধারীর কৃষকরা।

+
title=

#জলপাইগুড়ি: শীতকাল মানেই নানান মরশুমি সবজির আগমন। এই সময় হরেক ধরনের সবজি চাষ করেন কৃষকরা। তাতে বেশ লাভবানও হন তারা। গাজর, আলু, পটল, ঝিঙের পাশাপাশি এ বার বিন চাষ করেও লাভবান জলপাইগুড়ির মান্তাধারীর কৃষকরা। বিঘের পর বিঘে জমিতে বিন চাষ করেছেন তারা। বিন অত্যন্ত লাভজনক একটি চাষ।
বিন চাষ করলে কৃষকদের অন্যান্য ফসলের থেকে অনেকটাই বেশি লাভ হয়।  কারণ চাষে তেমন খরচ হয় না। বিন চাষ করার উপযুক্ত সময় কার্তিক-অগ্রহায়ণ মাস। বিঘাপ্রতি বীজ লাগে প্রায় ১৩-১৪ কেজির মতো। জমিতে ১৮ ইঞ্চ দূরে দূরে বীজ রোপন করতে হয়। সার প্রয়োগ করতে হয় ফুল থেকে শুঁটি আসার আগেই।
আরও পড়ুনঃ সারা বছর পাতে থাকবে ইলিশ! এই নিয়ম জানলে বছরভর মিলবে স্বর্গীয় স্বাদ
বিনের চাষ যেহেতু শীতকালে হয়, সে কারণে এই ফসলটি চাষে খুব একটা সেচের প্রয়োজন পড়ে না। কারণ, শীতকালে এমনিতেই জমিতে রস থাকে। তবে যদি কোনও কারণে জমিতে টান দেখা যায়, তখন সেচ জল দরকার। জমিকে সবসময় আগাছামুক্ত রাখতে হবে। ১৮ ইঞ্চি বাই ৬ ইঞ্চি দূরত্বের মধ্যে যদি কোনও অতিরিক্ত গাছ দেখা যায়, তা হলে তা তুলে ফেলে দিতে হবে। এছাড়াও জমিতে রোগগ্রস্ত গাছ যেগুলি থেকে ফলন পাওয়া যাবে না, সেগুলিকেও জমি থেকে তুলে ফেলতে হবে।
advertisement
advertisement
এক কৃষক জানান, প্রতিবিঘা থেকে ভাল ফলন হলে প্রায় ৬০ হাজার টাকার মতো লাভ হয়। মাত্র ১৯-২০ হাজার টাকা ব্যয়ে লাভ হয় বেশ ভাল। আমাদের এই এলাকাগুলিতে কৃষকেরা বিঘের পর বিঘে জমিতে এই বিন চাষ করে। অন্যসব সবজির থেকে কম খরচে বেশি লাভ হয় এই সবজি চাষে।
প্রসঙ্গত, জলপাইগুড়ির মান্তাধারী ক্রান্তি ব্লকের কৃষকরা শীতকালীন বিন চাষে প্রতি বেশি আগ্রহী হয়ে পড়েছে। কারণ এই বিন ভিন্ন রাজ্য পাড়ি দেয়। এমনটাই জানালেন সেখানকার চাষীরা। শুধু তাই নয়,বাজারেও ক্রেতাদের চাহিদা থাকে বিন কেনার প্রতি। দামও ভাল মেলে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea|| স্বল্প ব্যয়ে বিপুল আয়, বছরভর ব্যাপক চাহিদা, এই সবজি চাষে ঝুঁকছে কৃষকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement