আতিয়ার শেখকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার লক্ষ্মী-নারায়ণপুর দ্বরী কৌতলা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ধৃত আতিয়ারকে জেরা করে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।
advertisement
আরও পড়ুন: 'যেন মানুষ আমাকে ভুল না বোঝে...', কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহেবা বিবি স্বামী নাসিরউদ্দিন শেখের সঙ্গে নামখানার পাতিবুনিয়াতে থাকতেন। তাঁদের একটি পুত্র ও একটি কন্যা আছে। পরবর্তীতে কাজের খোঁজে নাসিরউদ্দিন ভিন রাজ্যে পাড়ি দেয়। এক সময় সেখানেই দ্বিতীয় বিয়ে করে সংসার পাতে। এই নিয়ে নাসিরউদ্দিনের সঙ্গে সাহেবা বিবির ঝামেলা বাঁধে। ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন বলে মঙ্গলবার সকালে ছেলে সেলিমকে নিয়ে বাড়ি থেকে বের হন সাহেবা। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। ঐদিন রাতেই তাঁর ছেলে সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী ঢোলাহাটের শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের নিকটবর্তী খাল থেকে সাহেবা বিবির দেহ উদ্ধার হয়।
বিশ্বজিৎ হালদার