'যেন মানুষ আমাকে ভুল না বোঝে...', কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী!

Last Updated:

Mamata Banerjee : আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন ছিল আজ। সেখানেই বিরাট অডিটোরিয়ামের উদ্বোধন করতে এসে বৃহস্পতিবার বার বার স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন ছিল আজ। সেখানেই বিরাট অডিটোরিয়ামের উদ্বোধন করতে এসে বৃহস্পতিবার বার বার স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রের বঞ্চনা সত্বেও বাংলায় একের পর এক নয়া প্রকল্প ও পরিকল্পনার বাস্তব রূপায়ণে কার্যত আবেগাপ্লুত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, "আমার নিজের কিছু নেই। একটাই যেন মানুষ আমাকে ভুল না বোঝে। শুনেছি ২০২৪ পর্যন্ত ওরা টাকা দেবে না। দিল্লির কাছে ভিক্ষা চাইতে যাব না। আমার একটা অনুরোধ থাকবে, আমরা নিজেদের মধ্যে সমালোচনা করি,ঝগড়া ঝাটি করি, ভাল জিনিস দেখানো হয় না।" তিনি একইসঙ্গে বলেন, "সামাজিক কর্মসূচি যা আছে পৃথিবীতে দেখান। আমরা কোনটা করি না?"
advertisement
advertisement
এদিন স্মৃতি রোমন্থনে বার বার প্রিয় সঙ্গী ফিরহাদ হাকিমের কথা বলেন মমতা। কী ভাবে শহর সাজিয়ে তুলতে ও সমাজ সংস্কারে তাঁর ছায়াসঙ্গী হয়ে থেকেছেন 'ববি', সে কথাও উঠে আসে তাঁর মন্তব্যে। "আমি একদিন হঠাৎ গাড়ি থেকে নেমে গেলাম। দেখলাম ডিম ভাত দিচ্ছে ৫ টাকায়। আমি ওদের বললাম একটা করে চামচ দিস। আমাদের প্রশাসন খুব ভাল। আমরা কারও চাকরি খাব না। আমরা হঠাৎ করে তাজমহল উঠিয়ে দেব না। ইতিহাসকে উঠিয়ে দেওয়ায় ক্ষমতা আমাদের নেই।"
advertisement
এদিন অডিটোরিয়ামের উদ্বোধন শেষে মমতা বলেন, "যাই হোক যার শেষ ভাল, তার সব ভাল।৪৪০ কোটি টাকা খরচ করে থ্রি টিয়ার ইনডোর স্টেডিয়াম করেছি। বাংলা জুড়ে বিভিন্ন কর্মযজ্ঞ চলছে।ইকো পার্ক বিশ্বের এক নম্বর পার্ক হবে একদিন। একটা সময় প্রতিদিন দেখতাম টিন লাগাচ্ছে। আমি ববিকে (ফিরহাদ হাকিম) বলতাম, "ওটা আটকা। তারপর আমরা সরকারে এলাম। তারপর আমি একদিন গেলাম যখন আমাদের সরকার হল। আমি গিয়ে বললাম ১৮০ একর ল্যান্ড আছে। বললাম একটা ওয়াক্স মিউজিয়াম করলে কী রকম হয়। লন্ডনে প্রাইভেটে আছে। এখানে আমরা সরকারের তরফে করব। বাংলায় এত কিছু করা হয়েছে।বাংলার বাইরে যাওয়ার জায়গা নেই।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যেন মানুষ আমাকে ভুল না বোঝে...', কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement