Abhishek Banerjee: "পরশু দুপুর ১২টার মধ্যে..." উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষদের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: দলকে স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক বলেন, "করে খাওয়ার জায়গা পঞ্চায়েত নয়৷ আপনাদের আবারও বলে দিচ্ছি, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন৷ আপনাদের থেকে প্রাপ্ত তালিকা আমরা নেত্রীর কাছে পাঠিয়ে দেব।
কলকাতা : কেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচী করেননি? জেলা কমিটির বৈঠক থেকে সরাসরি বিধায়কদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বৈঠক থেকে স্পষ্ট নাম করে উদয়ন গুহদের কড়া বার্তা দিলেন অভিষেক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, অনেকে বিধায়ক করেননি কাজ৷ উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ আপনাদের এলাকায় কেউ কেন যেতে পারবে না? জলপাইগুড়ির দুটো অঞ্চলে ব্লক সভাপতির সাথে অঞ্চল সভাপতির ঝামেলা কেন? দুটো দিন সময় দিলাম। কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব।" এরপরেই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, "পরশু দুপুর ১২'টার মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ যেন তৈরি হয়। ১৭ তারিখের মধ্যে ব্লক কমিটি যেন পূর্ণাঙ্গ তৈরি হয়৷ ১৭ তারিখ অবধি সময় বেঁধে দিলাম।"

একইসঙ্গে অভিষেক বলেন, আগামী ২৪ তারিখের মধ্যে অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ করতে হবে৷ একতরফা যদি কেউ কমিটি রিলিজ করে তাহলে তা বাতিল করে দেব। দলের স্বার্থে কাজ করুন আপনারা। ২০১৮ আর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অনেক ফারাক৷ অনেক পার্থক্য থাকবে৷ বিধায়ক- সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে এই পঞ্চায়েতে। আপনারা আপনাদের রেকমেন্ডেশন দলকে পাঠান। সবার সঙ্গে আলোচনা করে নাম পাঠান। এমন কিছু নাম এসেছে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে৷ তাদের দল প্রার্থী করবে না।"
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ দিয়ে দলকে স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক বলেন, "করে খাওয়ার জায়গা পঞ্চায়েত নয়৷ আপনাদের আবারও বলে দিচ্ছি, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন৷ আপনাদের থেকে প্রাপ্ত তালিকা আমরা নেত্রীর কাছে পাঠিয়ে দেব। মানুষের কাজ করুন। দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের কাছে যাবেন। ব্লক সভাপতিরা যোগাযোগ রাখুন বিধায়কের সঙ্গে। আচ্ছা, আপনারা বুথ কর্মীদের খোঁজ কেন রাখেন না? তাদের বলছি, আপনারা কী ভাবছেন? অফিসে বসে হোয়াটসঅ্যাপে দল চলবে নাকি? পরের ভোটে জিতবেন কি করে? মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 5:42 PM IST