Teacher Recruitment Scam: ৫ কোটি টাকার প্রতারণা! নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের এই ইংরেজি 'শিক্ষকের' বিরুদ্ধে CBI

Last Updated:

Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের নামে অভিযোগ। CBI কে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের তরফে প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের এই 'শিক্ষকের' বিরুদ্ধে CBI
নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের এই 'শিক্ষকের' বিরুদ্ধে CBI
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের নামে অভিযোগ। CBI কে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের তরফে প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এই বিষয়ে ৩ সপ্তাহে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। যেহেতু নিয়োগ দুর্নীতির অন্য মামলায় তদন্ত করছে সিবিআই, তাই এই মামলাও খতিয়ে দেখার জন্য সিবিআইকে দিল আদালত।
advertisement
advertisement
অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন দীপক জানা। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় দায়ের হয় FIR । তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার। এমনই মন্তব্য বিচারপতির।
নিয়োগ দুর্নীতিতে রোজ নতুন নতুন তথ্য সিবিআইয়ের কাছে আসছে। আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে। মন্তব্য বিচারপতির। কিন্তু তার মানে এই নয় যে সব অভিযোগের তদন্তভার সিবিআইকে দিতে হবে। মন্তব্য বিচারপতির। ১ লা মে পরবর্তী শুনানি।
advertisement
ওই শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান কয়েকজন চাকরিপ্রার্থী৷ ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি পাইয়ে দেবার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা।
advertisement
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment Scam: ৫ কোটি টাকার প্রতারণা! নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের এই ইংরেজি 'শিক্ষকের' বিরুদ্ধে CBI
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement