বেহাল রাস্তা সারানোর দাবিতে ডেপুটেশন কর্মসূচি থেকে শুরু করে আরও অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন তাঁরা। কিন্তু কোথাও কোনো কাজ হচ্ছিল না। অগত্যা বাধ্য হয়েই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হত তাদের। সমস্যা হত পথচলতি মানুষজন থেকে শুরু করে অসুস্থ রোগীদের। সাধারণ মানুষজন একসময় এই রাস্তা সংস্কারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে রায়দিঘীর বিধায়ক হিসাবে ড: অলক জলদাতা নির্বাচিত হয়ে আসার পর এই রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ আবাস যোজনায় দুর্নীতি! প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি কনকনদিঘীতে
প্রাথমিকভাবে মথুরাপুর থেকে খাঁড়াপারা রাস্তা সংস্কার করা হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে বাকি রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। রাস্তার গুরুত্বপূর্ণ অংশে বসানো হয়েছে টাইলস। তার ফলে খুশি স্থানীয়রা। এ নিয়ে রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা জানিয়েছেন এলাকায় উন্নয়নের কাজ জোরকদমে চলছে। তারা একটা অংশ হিসাবে মানুষ এই রাস্তা সংস্কারের কাজ প্রত্যক্ষ্য করছে।
Nawab Mallick