TRENDING:

Narendrapur: রাতে কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর চড়াও! যা কাণ্ড ঘটালেন ব্যক্তি, নরেন্দ্রপুরে চাঞ্চল্য

Last Updated:

Narendrapur: মঙ্গলবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে বাড়িতে খুঁজে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলা, মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আহত মহিলা ও তাঁর ১২ বছরের ছেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগণা সুমন সাহা: স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলা। মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নরেন্দ্রপুরে চাঞ্চল্য। আহত হন মহিলা ও তাঁর ১২ বছরের ছেলে। স্ত্রীকে বাড়িতে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।
আহত প্রতিবেশী মহিলা
আহত প্রতিবেশী মহিলা
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস, পেশায় তিনি রঙ মিস্ত্রি। মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, স্ত্রী বাড়িতে নেই। স্ত্রী কোথায় তা জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি। ওই মহিলা জানিয়ে দেন, তিনি কিছু জানেন না। অভিযোগ, এর পরেই মহিলার উপর চোটে যান নিলয়। ইট দিয়ে প্রতিবেশী মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ অটোকে ওভারটেক করতে গিয়ে কেলেঙ্কারি! সাতসকালে নয়নজুলিতে যা হল, অল্পের জন্য বহু প্রাণ রক্ষা

মহিলার চিৎকার শুনে ছুটে আসে তাঁর ১২ বছরের ছেলে। মাকে বাঁচাতে গেলে তাকেও নিলয় মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৫৫০ বছর পার করে আজও অটুট! মালদহের 'এই' ব্রিজ বাংলার গর্ব, ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে‌। মারধর, খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendrapur: রাতে কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর চড়াও! যা কাণ্ড ঘটালেন ব্যক্তি, নরেন্দ্রপুরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল