স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস, পেশায় তিনি রঙ মিস্ত্রি। মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, স্ত্রী বাড়িতে নেই। স্ত্রী কোথায় তা জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি। ওই মহিলা জানিয়ে দেন, তিনি কিছু জানেন না। অভিযোগ, এর পরেই মহিলার উপর চোটে যান নিলয়। ইট দিয়ে প্রতিবেশী মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ অটোকে ওভারটেক করতে গিয়ে কেলেঙ্কারি! সাতসকালে নয়নজুলিতে যা হল, অল্পের জন্য বহু প্রাণ রক্ষা
মহিলার চিৎকার শুনে ছুটে আসে তাঁর ১২ বছরের ছেলে। মাকে বাঁচাতে গেলে তাকেও নিলয় মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মারধর, খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।