দীপান্বিতা কালিপুজোর তাৎপর্য হল শক্তির দেবী কালীর আরাধনা, যিনি অশুভ শক্তির বিনাশকারিণী। এই পুজো মানুষকে অজ্ঞতা, অন্ধকার এবং ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করে। কালীপুজো মানুষকে শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস দেয়। দেবী কালি অশুভের রক্ত পান করেছিলেন যাতে ধরাধামে শুভ শক্তি ফিরে আসে। মানুষ শান্তি পান।
advertisement
আর তাই মা কালীর আরাধনায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুঠিঘাট যুবসম্প্রদায় মানুষকে বাঁচাতে রক্ত দানের আহ্বান জানাচ্ছে তাদের থিমের মাধ্যমে। জেলা জুড়ে সব পুজোতেই নানান থিম করেন কমিটিগুলো। কালীপুজোতেও তার অন্যথা হয় না। বিভিন্ন কমিটির সদস্যরা কালীপুজোতে বাড়ি আসেন। বছরভর যে যার কাজে ব্যস্ত থাকলেও কালীপুজোতে সবাই কাজ ফেলে ছুটে আসেন মাটির টানে। আর কয়েক মাসের প্রস্তুতিতে ফুটে ওঠে অভিনব থিম। এই কুঠিঘাট যুব সম্প্রদায়ের পুজো তার জ্বলন্ত উদাহরণ।
একদিকে মাতৃ আরধণা অন্য দিকে সামাজিক বার্তাবহনকারী একটি থিম। আমরা সকলেই জানি যে, বিজ্ঞানের অভিনব যুগেও রক্ত তৈরি করা সম্ভবপর না। মানুষ যদি মানবিকতা নিয়ে ছুটে আসেন তবেই অন্য মানুষের প্রাণ বাঁচবে। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের জন্য রক্ত দিতে হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি এক ফোঁটা রক্তের জন্য রোগীর প্রাণ বাঁচাতে রোগীর পরিবারের সেই ছটফটানির দৃশ্য। দেখেছি এক ফোনেই আবার রক্তদাতাকে ছুটে এসে রক্ত দিতে। কিন্তু রক্তদান দিনদিন কমে যাচ্ছে। তাই সেই রক্তদানকে বাড়াতে হবে যাতে কঠিন সময়ে কোনও রোগীর পরিবারকে ছটফট করতে না হয়। সেই বার্তাকেই এককথায় এই ক্লাব কালীপুজোর থিমে স্থান দিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত রক্ত দান করুন এই কথাকেই থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্ঘটনা হলে রক্তের প্রয়োজন হয়। কোনও অস্ত্রোপচার হলে রক্তের প্রয়োজন হয়। রক্তর খুব প্রয়োজন কিন্তু মাঝে মাঝে রক্তের সঙ্কট দেখা যায় তাই সমাজে রক্তদানের চাহিদা যাতে বাড়ে সেই দিকটা ফুটিয়ে তোলার জন্যই এই থিম। এমনটাই মত পুজো কমিটির। এখন দেখার কুঠিঘাট যুবসম্প্রদায়ের শ্যামাপুজোর থিমের বার্তাকে কতটা আগ্রহ নিয়ে গ্রহণ করেন যুবসমাজ সর্বপরী সকলে। দেখার বিষয় যে সকলেই এগিয়ে আসেন কিনা রক্তদানে।