Kali Puja 2025: মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালের বিগ বাজেটের কালীপুজোয় অভিনব থিম, যুব সমাজের ভাবনায় স্যালুট জানাতে বাধ্য হবেন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Ghatal Kali Puja 2025: রক্তদান জীবন দান, তাই রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তের কোনও ধর্ম নেই। এই বার্তাগুলি সমাজে ছড়িয়ে দিতে কালীপুজোর থিম 'রক্তদান'। ঘাটালের কুঠিঘাট যুব সম্প্রদায়ের অভিনব থিমের প্যান্ডেল নজর কেড়েছে সকলের।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দীপাবলি উপলক্ষে চারিদিকে চলছে শ্যামা মায়ের আরাধনা। বিগ বাজেটের পুজোগুলিতে ফুটে উঠেছে নানান সব থিমের বাহার। তারই মধ্যে নজর কাড়ছে কুঠিঘাট যুব সম্প্রদায়ের অভিনব থিমের প্যান্ডেল। রক্তদান জীবন দান, তাই রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তে কোনও ধর্ম নেই। আর এই বার্তাগুলি সমাজে ছড়িয়ে দিতে তাদের থিম ‘রক্তদান’।
দীপান্বিতা কালিপুজোর তাৎপর্য হল শক্তির দেবী কালীর আরাধনা, যিনি অশুভ শক্তির বিনাশকারিণী। এই পুজো মানুষকে অজ্ঞতা, অন্ধকার এবং ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করে। কালীপুজো মানুষকে শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস দেয়। দেবী কালি অশুভের রক্ত পান করেছিলেন যাতে ধরাধামে শুভ শক্তি ফিরে আসে। মানুষ শান্তি পান।
আরও পড়ুনঃ কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল, হাউসফুল মঠের গেস্ট হাউস, লজ
আর তাই মা কালীর আরাধনায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুঠিঘাট যুবসম্প্রদায় মানুষকে বাঁচাতে রক্ত দানের আহ্বান জানাচ্ছে তাদের থিমের মাধ্যমে। জেলা জুড়ে সব পুজোতেই নানান থিম করেন কমিটিগুলো। কালীপুজোতেও তার অন্যথা হয় না। বিভিন্ন কমিটির সদস্যরা কালীপুজোতে বাড়ি আসেন। বছরভর যে যার কাজে ব্যস্ত থাকলেও কালীপুজোতে সবাই কাজ ফেলে ছুটে আসেন মাটির টানে। আর কয়েক মাসের প্রস্তুতিতে ফুটে ওঠে অভিনব থিম। এই কুঠিঘাট যুব সম্প্রদায়ের পুজো তার জ্বলন্ত উদাহরণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘জয় মা কালী’! অন্ধকারের বুক চিরে মশালের আলোয় দেবীকে কাঁধে নিয়ে ভক্তদের অনন্য দৌড়, কাটোয়ার বোলতলা কালী বিসর্জনে জনসমুদ্র
একদিকে মাতৃ আরধণা অন্য দিকে সামাজিক বার্তাবহনকারী একটি থিম। আমরা সকলেই জানি যে, বিজ্ঞানের অভিনব যুগেও রক্ত তৈরি করা সম্ভবপর না। মানুষ যদি মানবিকতা নিয়ে ছুটে আসেন তবেই অন্য মানুষের প্রাণ বাঁচবে। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের জন্য রক্ত দিতে হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি এক ফোঁটা রক্তের জন্য রোগীর প্রাণ বাঁচাতে রোগীর পরিবারের সেই ছটফটানির দৃশ্য। দেখেছি এক ফোনেই আবার রক্তদাতাকে ছুটে এসে রক্ত দিতে। কিন্তু রক্তদান দিনদিন কমে যাচ্ছে। তাই সেই রক্তদানকে বাড়াতে হবে যাতে কঠিন সময়ে কোনও রোগীর পরিবারকে ছটফট করতে না হয়। সেই বার্তাকেই এককথায় এই ক্লাব কালীপুজোর থিমে স্থান দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত রক্ত দান করুন এই কথাকেই থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্ঘটনা হলে রক্তের প্রয়োজন হয়। কোনও অস্ত্রোপচার হলে রক্তের প্রয়োজন হয়। রক্তর খুব প্রয়োজন কিন্তু মাঝে মাঝে রক্তের সঙ্কট দেখা যায় তাই সমাজে রক্তদানের চাহিদা যাতে বাড়ে সেই দিকটা ফুটিয়ে তোলার জন্যই এই থিম। এমনটাই মত পুজো কমিটির। এখন দেখার কুঠিঘাট যুবসম্প্রদায়ের শ্যামাপুজোর থিমের বার্তাকে কতটা আগ্রহ নিয়ে গ্রহণ করেন যুবসমাজ সর্বপরী সকলে। দেখার বিষয় যে সকলেই এগিয়ে আসেন কিনা রক্তদানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 22, 2025 12:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালের বিগ বাজেটের কালীপুজোয় অভিনব থিম, যুব সমাজের ভাবনায় স্যালুট জানাতে বাধ্য হবেন