বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদ করায় ওই মহিলাকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে হাত- মুখ বেঁধে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী এক কিশোর মহিলার বাড়ির বাইরে আগুন লাগিয়ে দেয়। বাড়ির বাইরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সেই ঘটনায় আলি হোসেন গাজির পরিবারের লোকজনদের সঙ্গে মহিলার ঝগড়া হয়।
advertisement
আরও পড়ুন: হিমঘরের গ্যাস লিক করে দোলের সন্ধেয় বড় বিপর্যয়
গতকাল সন্ধ্যায় শবেবরাতের অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। মহিলা শিশু সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই আলি হোসেন গাজি-সহ তিন জন এসে বাড়ি থেকে বধূকে তুলে নিয়ে ফাঁকা এলাকায় চলে যায়। এরপর হাত- মুখ বেঁধে ফেলে।
দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা কর অভিযুক্তরা। মহিলা কোনওক্রমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে দৌড়তে থাকেন। তখন এলাকাবাসী বেরিয়ে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় রাতে দু'জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে দায়ের করেন আক্রান্ত মহিলা।
নবাব মল্লিক