বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের যোগ্যদের আবাস যোজনার তালিকায় নাম নেই এই অভিযোগ তুলে নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন: আবাস নিয়ে পুরনো ঘাঁটিতে সিপিএমের বিক্ষোভ, পঞ্চায়েতের আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা?
কল্যাণপুর পঞ্চায়েতের নিহাটা মোড়ে বিক্ষোভ দেখায় নাগরিক সমাজ। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখান মহিলারা। এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা নিজের পরিজনদের নাম ঢুকানোর জন্য আবাস যোজনার তালিকা থেকে সঠিক ঘর প্রাপকদের নাম কেটে দিয়েছে। তাঁরা এরপর পঞ্চায়েত অফিস ঘেরাও করবেন বলে জানান।
advertisement
আন্দোলনে অংশ নেওয়া এক মহিলা বলেন, "দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েত থেকে কোনরকম সুবিধা পাচ্ছি না। সব কিঊ থেকে আমরা বঞ্চিত। আমাদের মাটির ঘর। বর্ষাকালে বাড়িতে জল জমে যায়। পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপলও আমরা পাই না। অথচ আমাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। তাই আজ আমারা বিক্ষোভ দেখিয়েছি।" নাগরিক সমাজের নামে আন্দোলনে অংশ নেওয়ারা জানান, যদি আবাস যোজনার তালিকা সংশোধন করা হয় তাহলে ঠিক আছে। না হলে তাঁরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।
সুমন সাহা





