East Bardhaman News: আবাস নিয়ে পুরনো ঘাঁটিতে সিপিএমের বিক্ষোভ, পঞ্চায়েতের আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা?
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
আবাস যোজনার তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত। শনিবার নিজেদের পুরনো গড় মেমারিতে বিক্ষোভ দেখাল সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল
#পূর্ব বর্ধমান: যারা মাটির বা টিনের কাঁচা বাড়িতে বসবাস করেন তাঁদের মাথায় পাকা ছাদ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। দীর্ঘদিন সেই আবাস যোজনার কাজ বাংলায় বন্ধ ছিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলার জন্য এই প্রকল্পের টাকা বরাদ্দ করেছে। তারপরই আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। রোজই রাজ্যের নানান প্রান্ত থেকে এই তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের খবর সামনে আসছে। শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে তেমনই ঘটনা ঘটল। সিপিএমের পক্ষ থেকে মেমারি-২ ব্লক বিডিও অফিসের বাইরে আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। পরে গণ ডেপুটেশনও দেওয়া হয় বিডিওর কাছে।
সিপিএমের পক্ষ থেকে এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কুমার, মেমারি এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, কৃষক সভার নেতা শান্তি ব্যানার্জি, সুদেব ঘোষ, যুব নেতা সাফাৎ মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর না পেলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিএম নেতারা।
advertisement
advertisement
ঘটনা হল এই পূর্ব বর্ধমান জেলায় আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির তালিকাটা খুব একটা ছোট নয়। এখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের অট্টালিকা সমান বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের নাম দেখা গিয়েছে আবাস যোজনার তালিকায়। শাসকদলের বহু নেতার নাম এই তালিকায় ছিল। যাদের তিনতলা-চারতলা বাড়ি আছে তাঁরা তালিকা আলো করে শোভা বর্ধন করছিলেন। শুধু তাই নয় বহু গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই তাঁদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ে। তবে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলায় বহু অযোগ্যের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তাতে সাধারণ মানুষের ক্ষোভ খুব একটা কমেনি।
advertisement
মালবিকা বিশ্বাস
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 7:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আবাস নিয়ে পুরনো ঘাঁটিতে সিপিএমের বিক্ষোভ, পঞ্চায়েতের আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা?