Malda News: মালদহ মেডিকেলের ছাত্ররা এবার মেশিনের পরিশুদ্ধ জল পান করবে

Last Updated:

মালদহ মেডিকেল কলেজের পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল তাঁদের জন্য পরিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানো হোক। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল। শুক্রবার মেডিকেল কলেজের হোস্টেলে বসল দুটি শীতল পরিশ্রুত পানীয় জলের মেশিন

+
মেশিনের

মেশিনের ঠান্ডা জল

#মালদহ: দু'টি নতুন পরিশ্রুত শীতল পানীয় জলের মেশিন বসল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আরও দু'টি মেশিন বসানোর কাজ চলছে। সেগুলোও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে। নতুন দুটি পরিশ্রুত পানীয় জলের মেশিন দুটি বসানো হয়েছে হাসপাতালের দু'টি হোস্টেলে। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে এই পরিস্রুত শীতল পানীয় জলের মেশিন দুটি বসানো হয়েছে।
মালদহ মেডিকেল কলেজের পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল এই পরিশ্রুত পানীয় জল মেশিনের। একটি অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার সন্ধেয় উদ্বোধন করা হয় পানীয় জলের মেশিন দুটি। উদ্বোধন করেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য চিকিৎসক ও ব্যবসায়ীরা।
advertisement
advertisement
এদিকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি চেম্বার অব কমার্সের কাছে সাধারণ মানুষের জন্য‌ও দুটি পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানোর দাবি উঠেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু সাধারণ মানুষ চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজে আসেন। তাঁদের জন্য পরিশ্রুত পানীয় জলের মেশিন বসালে বহু মানুষ উপকৃত হবেন।মেশিন বসানোর উদ্যোগকে সাধুবাদ জানান জেলাশাসক নীতিন সিংহানিয়া। আগামী দিনে পরিশ্রুত পানীয় জলের আরও যে দুটো মেশিন বসানো হবে সেগুলি রোগী ও তাঁদের পরিজনরা ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মালদহ মেডিকেলের ছাত্ররা এবার মেশিনের পরিশুদ্ধ জল পান করবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement