Alipurduar News: ওই বুঝি ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ! কোথাও কিছু নড়লেই কেঁপে উঠছে রাভা বস্তি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সন্ধ্যের অন্ধকার নামলেই এলাকায় টহল দিতে শুরু করছে চিতাবাঘ! প্রায় রোজই কারওর না কারওর বাড়ি থেকে হাঁস, মুরগি এটা সেটা ধরে নিয়ে যাচ্ছে। অথচ কেউ কিছু করতে পারছে না। আতঙ্কে বাইরে বেড়ানো বন্ধ হওয়ার যোগার রাভা বস্তির
#আলিপুরদুয়ার: চোখকান খোলা রাখলে, দিনেদুপুরেই হয়তো ঝোপের আড়ালে দেখা যাবে তাকে! এমনই পরিস্থিতি আলিপুরদুয়ারের নিমাতি রাভা বস্তির। এখানে বসবাসকারী প্রায় হাজার খানেক মানুষের বর্তমান ত্রাস হয়ে দাঁড়িয়েছে একটি চিতাবাঘ।
দিনের আলো নিভে সন্ধ্যের অন্ধকার নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই চিতাবাঘটি। রাত গভীর হলেই গৃহস্থের ঘর থেকে পশু,পাখি টেনে নিয়ে চলে যায়। বাড়িতে চিতাবাঘ হানা দিয়েছে তা মাঝেমধ্যেই টের পাচ্ছেন এলাকার মানুষ। স্বাভাবিকভাবে সেই সময় তাঁদের প্রবল আতঙ্ক গ্রাস করে। কিন্তু করার কিছুই থাকে না। পূর্ণবয়স্ক চিতাবাঘের মুখোমুখি হওয়াটা যে বোকামো ছাড়া আর কিছু হবে না তা রাভা বস্তির মানুষ অভিজ্ঞতা থেকে ভালই জানেন। এর ফলে প্রতিদিন সকালে উঠে অসহায়ের মতো তাঁদের দেখতে হচ্ছে বাড়ির পালন করা হাঁস, মুরগি, ছাগল চিতাবাঘ টেনে নিয়ে গেছে।
advertisement
advertisement
নিমাতি রাভা বস্তি এলাকাটি বক্সা জঙ্গল সংলগ্ন।সম্প্রতি এই এখানেই একটি হাতি হানা দিয়ে পায় দিয়ে পিষে মেরেছে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে। ওই মৃতের পরিবার ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে বন দফতর। মাঝেমধ্যেই এখানে হাতি হানা দেয়। তার উপর এখন জুটেছে চিতা বাঘের দৌরাত্ম।
advertisement
ঘটনা হল, হাতির আচার-আচরণ সম্বন্ধে অনেকটাই জানেন রাভা বস্তির মানুষ। কিন্তু চিতাবাঘের এরকম নিয়মিত হানা এর আগে তাঁরা খুব একটা দেখেননি। ফলে আতঙ্ক দিন দিন বাড়ছে। বন দফতরের নিমাতি রেঞ্জে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। এখনও জাল দিয়ে এলাকা ঘিরে দেয়নি বন দফতর। ভয়ের চোটে ছোট ছোট বাচ্চাদের চোখের আড়াল করছেন না রাভা বস্তির মানুষ। একটাই আশঙ্কা যদি চিতাবাঘ এসে ছেলেকে বা মেয়েকে তুলে নিয়ে যায়! এখনও পর্যন্ত কোনও মানুষকে আক্রমণ করেনি ওই চিতাবাঘ, কিন্তু সেটাই বা আর কতদিন! ফলে দিনের বেলাতেও কোনও ঝোপ নড়ে উঠলেই তাঁরা ভাবছেন ওই বুঝি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 6:17 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ওই বুঝি ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ! কোথাও কিছু নড়লেই কেঁপে উঠছে রাভা বস্তি