East Medinipur News: ৪২ বছর ধরে শুধুই হেঁটে চলেছেন অহিংস ভারত গড়ার লক্ষ্যে!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কংগ্রেস নেতার রাহুল গান্ধির 'ভারত জোড়ো' যাত্রা নিয়ে খুব শোরগোল পড়ে গিয়েছে। প্রায় চার মাস হতে চলল তিনি দেশের দক্ষিণ অংশ থেকে শুরু করে হাঁটতে হাঁটতে এখন উত্তর অংশে গিয়ে পৌঁছেছেন। কিন্তু যদি জানতে পারেন অহিংস ভারত গড়ার লক্ষ্যে একজন মানুষ ৪২ বছর ধরে শুধু হেঁটেই চলেছেন! জৈন সন্ন্যাসী জিনেশজী হলেন সেই ব্যক্তি, যিনি ১৫ বছর বয়সে দীক্ষালাভের পরে বাড়ি ছেড়ে অহিংস ভারত গড়ার লক্ষ্যে হাঁটা শুরু করেন। এরপর শুধু পায়ে হেঁটেই দেশের একের পর এক গ্রাম ও শহর প্রদক্ষিণ করে সম্প্রতি বাংলায় এসে পৌঁছেছেন
#পূর্ব মেদিনীপুর: অহিংস ভারত গড়ার লক্ষ্যে ৪২ বছর ধরে হেঁটে চলেছেন একজন! ট্রেন বাস বিমান কিচ্ছু নয়, শুধুই পায়ে হেঁটে ভারতের একের পর এক গ্রাম ও শহর পেরিয়ে যাওয়া। তাও একটা-আধটা দিন নয়, চার চারটে দশক! অহিংসার বাণী প্রচারের কথা বললে আমাদের মহাত্মা গান্ধির কথাই প্রথমে মনে আসে। তবে জৈন সন্ন্যাসী জিনেশজী নিজেই অহিংসার বার্তাবাহক হিসেবে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি এসে পৌঁছেছেন এই বাংলায়।
দীক্ষালাভের পর ৪২ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে নেশা মুক্তির বাণী ছড়িয়ে দিতে দিতে প্রায় ৫১ হাজার কিমি পথ হেঁটে কোলাঘাটে পৌঁছলেন জৈন সন্যাসী জিনেশজী। তাঁর জন্ম ১৯৬৫ সালে রাজস্থানের বাঢ়মের জেলায়। ১৯৮০ সালে ১৫ বছর বয়সে জৈনধর্মে দীক্ষা গ্রহণ করেন। তারপরই ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন অহিংসার বাণী ও আদর্শ প্রচার করতে। সেই থেকে ৪২ বছর হয়ে গেল, তিনি অবিরাম হেঁটেই চলেছেন। এই ৪২ বছরে এমন একটাও দিন যায়নি যেদিন তিনি পথ হাঁটেননি!
advertisement
অহিংসা, সদ্ভাব ও নেশামুক্তি ভারত এই তিন লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই দেশের বহু রাজ্য ঘুরে ফেলেছেন জিনেশজী। জন্মভূমি রাজস্থানের পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা সহ প্রায় ১৪ টি রাজ্য পরিক্রমা করে বাংলায় এসে পৌঁছেছেন। প্রতিবেশী রাজ্য ওড়িশার কটক হয়ে বাংলার কোলাঘাটে পৌঁছেছেন এই জৈন সন্ন্যাসী। কোলাঘাটে আয়োজিত এক ধর্ম সভায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন শুধু জিনেশজীকে একবার দেখার জন্য। সেই সঙ্গে তাঁর দর্শন এবং বাণী শোনার আকর্ষণ তো ছিলই।
advertisement
advertisement
শনিবার জিনেশজী কোলাঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এক সাক্ষাৎকারে এই বিখ্যাত জৈন সন্ন্যাসী জানান, অহিংসা, সদ্ভাবনা এবং নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য প্রচারের জন্যই তিনি এভাবে বছরের পর বছর পথ হাঁটছেন। যতদিন বেঁচে থাকবেন এইভাবেই অহিংসার বাণী ও আদর্শ প্রচারে নিজেকে উৎসর্গ করে রাখবেন বলেও জানান।
advertisement
কোলাঘাট মাড়োয়াড়ি জৈন সমাজের পক্ষে কিশোর বেদ বলেন, "জিনেশজীর হাজার হাজার কিমি পদব্রজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দৈনন্দিন জীবনে যে কঠোর কৃচ্ছসাধন, শৃঙ্খলাপরায়ণ ও সংযমী জীবনের যে উদাহরণ উনি তুলে ধরেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা আদর্শ দেশ গড়তে জিনেশজীর কথা যতটা সম্ভব পালন করব ও মেনে চলার চেষ্টা করব।"
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 5:43 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ৪২ বছর ধরে শুধুই হেঁটে চলেছেন অহিংস ভারত গড়ার লক্ষ্যে!