South 24 Parganas News : সুন্দরবনে নৌকাডুবি, একটুর জন্য এড়ানো গেল বড় বিপদ

Last Updated:

বড় বিপদের হাত থেকে বাঁচল সুন্দরবনের মানুষ। রায়দিঘিতে ডুবে গেল নৌকা, কোনরকমের প্রাণে বাঁচলেন সবাই

সুন্দরবনে নৌকাডুবি
সুন্দরবনে নৌকাডুবি
#দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে নৌকাডুবি। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়ায় নৌকায় থাকা সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন। সুন্দরবন এলাকার রায়দিঘির ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রায়দিঘির সূর্যপুর ঘাটের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। জানা গিয়েছে, পাথরপ্রতিমার এল প্লট থেকে ধান নিয়ে আসছিল নৌকাটি। তাতে ৩৫০ বস্তা ধানের পাশাপাশি বেশ কিছু মানুষও ছিলেন। চাষিরা এই ধান রায়দিঘি বাজারে বিক্রির জন্য নিয়ে আসছিল। হঠাৎই সূর্যপুর খেয়াঘাটের কাছে নৌকাটি উলটে যায়।
দুর্ঘটনাগ্রস্থ নৌকার মাঝি তপন কুমার মল্লিক জানান, তাঁর নৌকা পাড়ের খুব কাছে চলে এসেছিল। তাই সেটি পাড়ের বালি চরে ধাক্কা মেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে নৌকায় থাকা সকলে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সাঁতরে পাড়ে উঠে আসে। তাই বিপদ কিছু ঘটেনি। প্রশাসনের মতে, ধান বোঝাই নৌকাটি দুর্ঘটনার সময় পাড়ের কাছে থাকায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে।
advertisement
advertisement
এই ঘটনার কথা জানতে পেরেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে রায়দিঘি থানার পুলিশ। তারা দাঁড়িয়ে থেকে সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। রায়দিঘি থানার আইসি অমিয় কুমার ঘোষ নিজে ঘটনাস্থলে যান। তিনি দুর্ঘটনাগ্রস্থ নৌকার যাত্রীদের খোঁজখবর নেন। কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রায়দিঘি থানার পুলিশ। একইসঙ্গে নৌকাটি ধারণক্ষমতার অতিরিক্ত ধান নিয়ে আসছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এই নৌকাডুবির জেরে বেশিরভাগ ধানের বস্তা‌ই নদীতে তলিয়ে গিয়েছে, ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সুন্দরবনে নৌকাডুবি, একটুর জন্য এড়ানো গেল বড় বিপদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement