Siliguri News: খুব শীত, তাই মানুষের মত জ্যাকেট পরল কুকুরও!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ঠান্ডায় কাঁপছে শিলিগুড়ি। সাধারণ মানুষ বাড়ির মধ্যে লেপ-কম্বলের তলায় আশ্রয় নিয়ে সেই ঠান্ডার সঙ্গে লড়াই করছে। কিন্তু রাস্তায় পড়ে থাকে যে পথ কুকুররা তাদের কী হবে? তাদেরই কথা ভেবেই এবার এগিয়ে এলেন প্রিয়াঙ্কা মজুমদার। পথ কুকুরদের পরিয়ে দিলেন সুদৃশ্য জ্যাকেট
`#শিলিগুড়ি: জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দক্ষিণবঙ্গের মানুষ হু হু করে কাঁপছে। এই অবস্থায় উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি, দার্জিলিঙের মত জায়গায় যারা থাকেন তাঁদের কী অবস্থা তা সহজেই অনুমেয়। ওখানে ঠান্ডা আরও বেশি। আর এই ঠান্ডায় মানুষের মতোই কষ্ট পাচ্ছে অবলা জীবেরা কিন্তু ওরা যে মুখ ফুটে বলতে পারে না! তাই অনেকে ভাবেন কুকুর-বিড়ালদের বুঝি এই ঠান্ডায় কোনও কষ্ট হয় না। এ সম্পূর্ণ ভুল ধারণা। আর তাই শীতের হাত থেকে পথ কুকুরদের বাঁচাতে শিলিগুড়িতে এগিয়ে এলেন এক তরুণী। প্রায় ৩০টি পথ কুকুরকে তিনি পরিয়ে দিলেন সুদৃশ্য জ্যাকেট!
শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় থাকেন প্রিয়াঙ্কা মজুমদার। শুক্রবার তিনি ডাবগ্রাম, রবীন্দ্রনগর, লেকটাউন, বাবুপাড়া সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকার পথ কুকুরদের জ্যাকেট পরিয়ে দেন। যাতে তোদের ঠান্ডা একটু হলেও কম লাগে।
advertisement
প্রিয়াঙ্কা মজুমদার জানিয়েছেন বাড়িতে তাঁর নিজেরও পোষ্য আছে। তাই ঠান্ডায় তারা কেমন কষ্ট পায় সেটা ভালই জানেন। বিশেষ করে পথ কুকুর, মানে যাদের এই প্রবল শীতেও রাস্তার ধারে পড়ে থাকতে হয় তাদের কষ্ট যে আরও বেশি সেটা জানাতে ভোলেননি এই পশুপ্রেমী। তাই তিনি একক চেষ্টায় এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানালেন। সেই কারণেই নিজের উদ্যোগে যতগুলি পথ কুকুরকে সম্ভব সুদৃশ্য জ্যাকেট পরিয়ে দিলেন। যাতে শীতের কামড় থেকে তারা কিছুটা হলেও রক্ষা পায়।
advertisement
সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা মজুমদারের আবেদন, "শীতকালে পথ কুকুরদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। ওদেরও ঠান্ডা লাগে, তাই এই সময় একদমই গায়ে জল ছুড়বেন না।" সেই সঙ্গে প্রত্যেককেই নিজস্ব সমর্থন অনুযায়ী পাথ কুকুরদের খেতে দেওয়ার কথা বলেন। জানান আগামী দিনেও নিজের সাধ্য অনুযায়ী পথ কুকুরদের জন্য কাজ করবেন
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 4:01 PM IST