প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ার বার্তা দিতেই এই পদক্ষেপ। পড়ুয়াদের এই কাগজের ব্যাগ তৈরি প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর মণ্ডল বলেন, পরিবেশকে বাঁচাতে আমার স্কুলের পড়ুয়ারা নিজেরা কাগজ দিয়ে প্যাকেট তৈরি করেছে। আমি চাই পরিবেশকে বাঁচাতে অন্যান্য স্কুলগুলোও এইভাবে এগিয়ে আসুক। বাড়িতে ফেলে দেওয়া কাগজ ও অন্যান্য বাতিল সামগ্রী দিয়ে এই ব্যাগ তৈরি করা হয়েছে। স্কুলে যে হাতের কাজ দেওয়া হয়, তার মধ্যেই এটা ছিল।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন বিধায়কের অন্য রূপ দেখল বাঁকুড়া, কর্ণ-কুন্তী সংবাদ নৃত্যনাট্যে মোহিত শহরবাসী
এই বিশেষ কর্মসূচিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অভিভাবকরাও গোটা বিষয়টাই বেশ উৎসাহ পেয়েছেন। তাঁরাও জানিয়েছেন, আগামী দিনে পরিবেশ বাঁচাতে এইভাবেই কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করবেন।
সুমন সাহা





