বাঁকুড়া: তিনি প্রাক্তন বিধায়ক। প্রাক্তন পুরপ্রধানও বটে। কিন্তু রাজনীতিকের কঠিন খোলোসের ভেতর যে এমন একজন শিল্পীসত্তা লুকিয়ে ছিল তা আর কজন জানত। শুক্রবার বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক শম্পা দরিপার সেই শিল্পীসত্তার পরিচয় পেল শহরের মানুষ। পূণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থার ৪০ তম বার্ষিক অনুষ্ঠানে তিনি পরিবেশন করলেন কর্ণ-কুন্তী সংবাদ নৃত্যনাট্য।
এই অনুষ্ঠানেই সম্মানিত হলেন কোভিডকালে তৈরি 'চেনা শহরের অচেনা রূপ' সংগঠনের প্রাণপুরুষ সুব্রত দরিপা। ২০২০ সালে যখন কোভিডের বিষ নিঃশ্বাস গোটা পৃথিবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, মানুষ হয়ে পড়েছিল মানসিকভাবে একলা ঠিক সেই সময় হয়ে পড়েছিল চেনা শহরের অচেনা রূপ সংগঠনটি গড়ে ওঠে। বাঁকুড়ার মানুষের একাকীত্ব ঘোচাতে এই সংগঠনটি সামাজিক মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন লাইভ অনুষ্ঠান আয়োজন করতে শুরু করে। তা যথেষ্ট জনপ্রিয়তাও পায়। সেই কথা মনে রেখেই চেনা শহরের অচেনা রূপ সংগঠনের সভাপতি সুব্রত দরিপাকে সংবর্ধনা জানায় পূণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা।
আরও পড়ুন: গৃহিণীদের শখের বাগানচর্চাই এখন দুর্গাপুরে আলোচনার বিষয়! জানতে হলে আসতে হবে পিসিবিএল কলোনিতে
এই সংস্কৃতিক সংস্থাগুলোই বাঁকুড়া শহরের মানুষের কাছে অক্সিজেনের মত কাজ করছে। তাঁদের হাত ধরেই বাঁকুড়ার সাংস্কৃতিক চর্চার যাত্রাপথটি আর সুগম হয়ে উঠছে।
নীলাঞ্জন ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।