আরও পড়ুন: খাবারের খোঁজে চা বাগানের অফিসে হাজির গজরাজ! তারপর যা হল…
দুর্গাপুজোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নির্দেশিকা জারি করল জেলা প্রশাসন। পুজোর মধ্যে বা বিসর্জনে ডিজে বাজালে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে জোর করে চাঁদা আদায় করা চলবে না। অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বারুইপুর পুলিশ জেলার পুজো কমিটিগুলির সঙ্গে জরুরি বৈঠক করা হয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার পার্থ ঘোষ, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, আইসি সৌম্যজিৎ রায়, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুরের উপ-পুরপ্রধান গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা।
advertisement
এই বৈঠকে পুজো কমিটি ও পুলিশ আধিকারিকরা ছাড়াও হাজির ছিলেন দমকল ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকরাও। যে সব পুজো মণ্ডপে বেশি জনসমাগম হয় সেই সব পুজো কমিটিকে মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। প্রতি পুজো মণ্ডপে ডেঙ্গু বিষয়ে সচেতনতার জন্য প্রচার চালাতে হবে। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ বড় করতে হবে। নিরাপত্তার জন্য পুজো কমিটিগুলিকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র অথবা বালি রেখে দিতে হবে। এছাড়াও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে মণ্ডপে।
সুমন সাহা





