Jalpaiguri News: খাবারের খোঁজে চা বাগানের অফিসে হাজির গজরাজ! তারপর যা হল...

Last Updated:

খাবারের খোঁজে জলপাইগুড়িতে চা বাগানের অফিসে ঢুকে পড়ল বুনো হাতি, লণ্ডভণ্ড করে দিল সবকিছু

জলপাইগুড়ি: খাবারের খোঁজে দলছুট বুনো হাতি ঢুকে পড়ল চা বাগানের অফিসে। বিন্নাগুড়ির ঘটনা। চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএ-র ক্যাম্পাসে রবিবার রাতে খাবারের খোঁজে ঢুকে পড়ে একটি হাতি তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাতিটি ক্যাম্পাসের গাছগাছালি নষ্ট করে দেওয়ার পাশাপাশি ভেঙ্গে ফেলে সীমানা প্রাচীর।
রবিবার রাত ১২ টা নাগাদ একটি বুনো হাতি মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে গেট ভেঙে ডিবিআইটিএ-র বিন্নাগুড়ি ক্যাম্পসে ঢুকে পড়ে। এরপর হাতিটি ক্যাম্পাসের ভেতরে অবস্থিত আবাসনগুলিতে খাবারের খোঁজে হানা দেয় বলে জানা গিয়েছে। হাতির হামলায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই চিৎকার শুনে ভয় পেয়ে হাতিটিও ছোটাছুটি করতে থাকে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। যদিও হাতিটি ক্যাম্পাসের ভেতর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
advertisement
advertisement
হাতিটি প্রায় আধঘণ্টা ডিবিআইটিএ ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়। অবশেষে আবাসিকদের তাড়া খেয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর চা বাগান দিয়ে জঙ্গলের পথ ধরে। হাতিটি চলে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। এই ঘটনায় আতঙ্কে ভুগছে ডিবিআইটিএ আবাসনে বসবাসকারী কর্মীদের পরিবারের সদস্যরা।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: খাবারের খোঁজে চা বাগানের অফিসে হাজির গজরাজ! তারপর যা হল...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement