Siliguri News: 'স্বপ্নের উড়ান'-এ চড়তে আপনাকে আসতেই হবে পূর্বাঞ্চলের দুর্গাপুজোয়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
'স্বপ্নের উড়ান' থিমের মধ্য দিয়ে সকলকে চমকে দেওয়ার চেষ্টা শিলিগুড়ির পূর্বাঞ্চল দুর্গাপুজো কমিটির
শিলিগুড়ি: ৩৪তম বর্ষের দুর্গাপুজোয় ‘স্বপ্নের উড়ান’ নিয়ে হাজির শিলিগুড়ির পূর্বাঞ্চল দুর্গাপুজো কমিটি। প্রতিবছরই এই ক্লাব নিত্যনতুন থিম নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দেয়। ২৩ নম্বর ওর্য়াডের বলাকা ক্লাব মাঠে পূর্বাঞ্চল দুর্গাপুজোর মণ্ডপ গড়ে উঠবে নবদ্বীপের শিল্পীদের হাতে। খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর আয়োজন শুরু করে দিল পূর্বাঞ্চল দুর্গাপুজো কমিটি। এদিন নৃত্যের তালে মায়ের আগমনের বার্তা দিলেন এলাকার ক্ষুদে নৃত্য শিল্পীরাও।
৩৪ বছরের পুজোয় শিলিগুড়ির এই পরিচিত পুজো কমিটির থিম ‘স্বপ্নের উড়ান’। যা দেখলে পুজোর আনন্দ অনুভূতি আপনার মনকে স্নিগ্ধ করতে বাধ্য। আসলে আমরা সবাই কংক্রিটের বেড়াজাল থেকে একটু খোলা আকাশের নিচে, শুদ্ধ বাতাস আর সবুজের মাঝে নিজেদের অন্যভাবে পেতে চাই। উৎসবের চার দিন আমাদের সেই স্বপ্নকেই পূরণ করতে উদ্যোগী হয়েছে পূর্বাঞ্চল দুর্গাপুজো কমিটি। থিম বৈচিত্র্যের প্রতিযোগিতার মধ্যেও সবুজের পক্ষে পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
এই বিষয়ে ক্লাবের যুগ্ম সম্পাদক সুরজিৎ দত্ত বলেন, পুজোর মাধ্যমেই আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাই। পরিবেশ বাঁচানোর বার্তা। এর সঙ্গে পাল্লা দিয়ে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। কুমোরটুলি থেকেই প্রতিমা আসছে। বাড়তি পাওনা হিসেবে থাকছে আবহসঙ্গীত। তিনি আরও জানান, এবার তাঁরা দুর্গাপুজোকে কেন্দ্র করে শহর শিলিগুড়ির দর্শনার্থীদের জন্য অনেক বড় দায়িত্ব নিয়ে পুজোতে নুতুত্বের ছোঁয়া আনতে চেষ্টা করেছেন। এই থিম শহরবাসীর মন ছুঁয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 6:59 PM IST