আরও পড়ুন: নির্মীয়মান বাড়ির কার্নিশে ঢালাইয়ের কাঠ খুলতে উঠে ছিটকে নিচে এসে পড়ল তরুণ!
স্থানীয় সূত্রে খবর, পুকুরে মাছ ধরছিলেন এক ব্যক্তি। সেই সময় হঠাৎ কাশেম বৈদ্য তাঁকে আক্রমণ করেন। তাতে যিনি মাছ ধরছিলেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন, শরীরে বেশ কিছুটা আঘাত লাগে। এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। তারা সেখান থেকে অভিযুক্ত কাশেম বৈদ্যকে গ্রেফতার করে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব এলাকার মানুষ।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 3:40 PM IST






