North 24 Parganas News: নির্মীয়মান বাড়ির কার্নিশে ঢালাইয়ের কাঠ খুলতে উঠে ছিটকে নিচে এসে পড়ল তরুণ!

Last Updated:

নৈহাটির জেটিয়া পঞ্চায়েতের নান্না এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ চলছে। সেখানেই নতুন তৈরি কার্নিসের ঢালাইয়ের কাঠ খুলতে উঠেছিলেন বালি ভকত।

উত্তর ২৪ পরগনা: নির্মীয়মান বাড়ির কার্নিশের ঢালাইয়ের কাঠ খুলতে গিয়ে উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক নির্মাণ শ্রমিকের। বালি ভকত (২৪) নামে ওই তরুণ নির্মাণ শ্রমিক ঠিকাদারের অধীনে নৈহাটির একটি নির্মীয়মান বাড়িতে কাজ করছিলেন। তাঁর বাড়ি নৈহাটিরই ৪ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডে। এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন কর্তব্যরত বাকি নির্মাণ শ্রমিকরা।
নৈহাটির জেটিয়া পঞ্চায়েতের নান্না এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ চলছে। সেখানেই নতুন তৈরি কার্নিসের ঢালাইয়ের কাঠ খুলতে উঠেছিলেন বালি ভকত। কিন্তু পা হড়কে তিনি কোনভাবে উপর থেকে নিচে পড়ে যান। অভিযোগ এই ধরনের বিপজ্জনক কাজ চললেও আইন মেনে উপযুক্ত নিরাপত্তার কোনও বন্দোবস্ত রাখেননি ঠিকাদার। গুরুতর আহত অবস্থায় ওই ঠিকা শ্রমিককে সহকর্মীরা স্থানীয় নান্না হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানেই ওই তরুণ শ্রমিক মারা যান।
advertisement
advertisement
মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ, ঠিকাদার হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফোন করে খবর দেয়। তারপর থেকে আর কোনও যোগাযোগ করেনি। এমনকি মৃত্যুর পর ওই ঠিকাদারকে ফোন করলে তাঁর কোনও দায়িত্ব নেই বলে জানিয়ে দেন, এমনই দাবি মৃতের দাদার। একইসঙ্গে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন তিনি। এদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ওই নির্মীয়মান বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নির্মীয়মান বাড়ির কার্নিশে ঢালাইয়ের কাঠ খুলতে উঠে ছিটকে নিচে এসে পড়ল তরুণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement