আরও পড়ুন: গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ওআরএস, ছাতা
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে জয়নগর থানার পুলিশ রাজাপুর মালিপাড়ায় হানা দেয়। আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এসআই দিগন্ত মণ্ডল ও এএসআই প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযানটি চালায়। সেখানে একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত দুষ্কৃতী কাউরি চরণ নস্করকে (৩৭)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় গুলি ভর্তি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ।
advertisement
ধৃতকে জয়নগর থানার পুলিশ বারুইপুর মহকুমা আদালতে তোলে এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ। বিচারকের কাছে তেমনই আবেদন জানানো হয়। এই দুষ্কৃতী কোনও বড়সড় ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা এবং কোথা থেকে সে এই অস্ত্র পেল তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার হওয়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের।
সুমন সাহা