Howrah News: গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা

Last Updated:

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীন ত্রিপাঠি স্বয়ং হাজির ছিলেন কোনা ট্রাফিক গার্ডে। তিনি ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওআর‌এস, জলের বোতল, রোদ চশমা, ছাতা তুলে দিলেন।

+
title=

হাওড়া: তীব্র তাপপ্রবাহ চলছে বাংলাজুড়ে! এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় জনশূন্য জাতীয় সড়ক। কিন্তু এরই মধ্যে তীব্র গরম ও রোগ সহ্য করেই রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করছে ট্রাফিক পুলিশ। যদিও চিকিৎসকরা বলছেন, এই ভয়াবহ গরমে রাস্তায় না বেরোনোই ভাল। একান্তই বের হতে হলেও গায়ে যতটা কম সম্ভব রোদ লাগতে দিতে হবে। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের কর্মীদের কথা ভেবে এগিয়ে এল হাওড়া সিটি পুলিশ।
পুলিশ কর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার সকলে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীন ত্রিপাঠি স্বয়ং হাজির ছিলেন কোনা ট্রাফিক গার্ডে। তিনি ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওআর‌এস, জলের বোতল, রোদ চশমা, ছাতা তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক) অর্ণব বিশ্বাস, ডিসিপি (দক্ষিণ) প্রতীক্ষা ঝারখারিয়া, এসিপি (ট্রাফিক) অরূপ মুখার্জি, এসিপি (দক্ষিণ) দেবজ্যোতি মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের ওসি অতীন্দ্রনাথ মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার অমিত কুমার দাস প্রমুখ।
advertisement
advertisement
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি বলেন, গরমের কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে। প্রচন্ড গরমে পুলিস কর্মীরা কর্তব্য পালন করছেন। তাঁদের শরীর সুস্থ রাখা প্রয়োজন। সিপি ঘোষনা করেন, গত এক বছরে যে সব ট্রাফিক কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন, ভাল কাজের নিরিখে তাঁর পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement