শুধুমাত্র রায়দিঘী রোড নয় রায়দিঘী বিধানসভার আরও একাধিক রাস্তা বেহাল বলে দাবি তাদের। রায়দিঘী সেতু থেকে ঢাকির মুখ ভায়া জটার দেউল পর্যন্ত প্রায় ১০ কিমি, রায়দিঘী সেতু থেকে দমকল খেয়া ঘাট পর্যন্ত প্রায় ১৬ কিমি, কোম্পানীর ঠেক থেকে আটেশ্বর তলা পর্যন্ত প্রায় ৮ কিমি এবং কৌতলা অঞ্চলের বামুনেরচক থেকে ভায়া ঘোড়াদল শংকরপুর সাতপুকুর স্লুইস গেট পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা খারাপ বলে দাবি স্থানীয়দের।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি খালি! সুযোগ বুঝে লকার ভেঙে প্রচুর গয়না ও নগদ টাকা লুঠ
রায়দিঘী বিধানসভার একাধিক রাস্তা খারাপ থাকায় অসুবিধার সম্মুখীন হন স্থানীয়রা। গুরুতর অসুস্থ রোগীদের ডায়মন্ডহারবার মহাকুমা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই রায়দিঘী রোড ব্যবহার করতে হয়। সাধারণ মানুষজন একপ্রকার জীবন হাতে করে যাতায়াত করেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গর্ভবতী এবং প্রসুতী মায়েদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।
আরও পড়ুনঃ চলছে জলপ্রকল্পে মেরামতি, ডায়মন্ডহারবারে বন্ধ থাকবে জলসরবরাহ
স্থানীয়দের এই সমস্ত সমস্যা দূর করতে এবং বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার রায়দিঘীতে আন্দোলনে নামে এসইউসিআই কর্মীরা। আর যার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের সমস্যা সৃষ্টি হয় রায়দিঘীতে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় তারা। রাস্তা দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ও দিয়েছে তারা।
Nawab Mallick






