আর এর ফলে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর পঞ্চায়েতের গিরিরঘেরির প্রায় হাজার খানেক স্থানীয় বাসিন্দা অসুবিধার সম্মুখীন হয়েছেন। পাতিবুনিয়া নদীর সংযোগকারী এই বেহাল স্লুইসগেট দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি, পুকুর, সবজি খেত।বারে বারে নোনা জল ঢোকায় চাষাবাদ শিকেয় উঠেছে। পুকুরগুলি ব্যবহার করা যাচ্ছে না।
advertisement
আরও পড়ুনঃ পাথরপ্রতিমায় ভোলাগিরির ব্রিজের বেহাল দশা! ভোগান্তি স্থানীয়দের
নোনা জলে কার্যত অতিষ্ট বাসিন্দারা। পুকুরে নোনা জল প্রবেশ করায় মিষ্টি জলের মাছ মারা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত, বিডিও, সেচ দফতরকে একাধিকবার মেরামতির আবেদনও জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুনঃ সেঞ্চুরি করার পথে সুন্দরবনের বাঘ, বিশ্ব বাঘ দিবসে '৯৬ নট আউট'
এই ঘটনার কথা জানতে পেরে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দ্রুত এই স্লুইসগেট মেরামত করার আশ্বাস দিয়েছেন বলে খবর। তিনি এই স্লুইসগেটটি সুন্দরবন উন্নয়ন দফতরের পক্ষ থেকে সারানো হবে বলে জানিয়েছেন। তবে এই স্লুইসগেট সারাতে সময় দিতে হবে বলে তিনি গ্রামবাসীদের কাছে অনুরোধ করেছেন।
Nawab Mallick