South 24 Paraganas: পাথরপ্রতিমায় ভোলাগিরির ব্রিজের বেহাল দশা! ভোগান্তি স্থানীয়দের

Last Updated:

পাথরপ্রতিমায় সেতুর বেহাল দশা। একাধিক দ্বীপ নিয়ে গঠিত নদীবেষ্টিত এই ব্লকের হেরম্বগোপালপুর ও লক্ষীজনার্দনপুরের মধ‍্যে সংযোগস্থাপনের উদ‍্যেশে তৈরী করা হয়েছিল এই কাঠের সেতু।

+
বেহাল

বেহাল ভোলাগিরির ব্রিজ

#পাথরপ্রতিমা : পাথরপ্রতিমায় সেতুর বেহাল দশা। একাধিক দ্বীপ নিয়ে গঠিত নদীবেষ্টিত এই ব্লকের হেরম্বগোপালপুর ও লক্ষীজনার্দনপুরের মধ‍্যে সংযোগস্থাপনের উদ‍্যেশে তৈরী করা হয়েছিল এই কাঠের সেতু। এই সেতুর স্থানীয় নাম ভোলাগিরির ব্রিজ। দীর্ঘদিন এই সেতুর সংস্কার না হওয়ায় এই সেতু বর্তমানে চলার অযোগ্য হয়ে উঠেছে। এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা যাতায়াত করেন। তবে এই সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর ভাঙা অংশ দিয়ে স্থানীয় বাসিন্দারা একপ্রকার জীবণ হাতে করে নিত‍্য যাতায়াত করেন। প্রতিদিন সেকারণে ছোটখাটো দূর্ঘটনা লেগে থাকে বলে মত স্থানীয়দের। রাতে এই সেতুর উপর কোনো আলো থাকেনা। ফলে রাতে এই সেতুর উপর দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরফলে স্থানীয় বাসিন্দারা সর্বদা আতঙ্কে থাকেন। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে স্থানীয়দের মধ‍্যে।
সেতুর বর্তমান অবস্থা এতটাই বেহাল যে, দিনের বেলাতেও যে কোনো চলমান গাড়ি পার করতে গেলে, সেই গাড়ির ইঞ্জিন বন্ধ করে, গাড়িটিকে ঠেলে পার করতে হয়। সেজন্য অতিরিক্ত লোকজনের প্রয়োজন হয়। এই ব্রিজ দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় একসাথে অনেক লোক যাতায়াত করতে পারেনা। ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই।
advertisement
আরও পড়ুনঃ মন্দিরবাজারে শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই ব্রিজ মেরামত করার দাবি জানিয়ে আসছেন। তা সত্বেও এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে অভিযোগ তাদের। ভোলাগিরির ব্রিজের এই বেহাল দশার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পাথরপ্রতিমার পূর্ত কর্মাধক্ষ‍্য রজনীকান্ত বেরা। তিনি বলেছেন এই ব্রিজ হেরম্বগোপালপুর ও লক্ষীজনির্দনপুরের সংযোগ স্থলের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিক্ষক সঙ্কটে ধুঁকছে ৭৭ বছরের পুরনো স্কুল, অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ
ব্রিজটি সুন্দরবন ডেভেলপমেন্ট পর্ষদের একটি ব্রিজ। ব্রিজটি সারানোর জন‍্য প্রাথমিক পর্যায়ে ব্রিজের মেজারমেন্ট সহ একাধিক পক্রিয়া শুরু হয়েছে। তবে বেশ কিছু কাজ আটকে আছে বলে জানিয়েছেন তিনি। শ্রীঘ্রই এই ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
Nawab Mallick
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas: পাথরপ্রতিমায় ভোলাগিরির ব্রিজের বেহাল দশা! ভোগান্তি স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement