দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মাস্টিকারী নুরল্লাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল স্কুলের বদলে অন্যত্র তৈরি হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, স্কুল থেকে অনেকটাই দূরে ছাত্র-ছাত্রীদের খাবার রান্না করা হয়। অথচ স্কুলের পাশেই আছে রান্নাঘর। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁরা এর প্রতিবাদে বিক্ষোভও দেখান। এইভাবে বাইরে থেকে রান্না করা খাবার এনে ছেলে-মেয়েদের খাওয়ালে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা মা-বাবাদের।
advertisement
আরও পড়ুন: বহরমপুর কলেজের সেমিনারে মিলে গেল দুই বাংলা
ক্ষুব্ধ অভিভাবকদের প্রশ্ন, এইভাবে বাইরে রান্না করা মিড ডে মিল ছেলেমেয়েদের খাওয়ালে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তখন তার দায়ভার নেবে কে? এ বিষয়ে মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা কর্মী কিছুটা সাফাইয়ের সুরে বলেন, আমি এখানে সবে এসেছি। প্রথম থেকেই দেখছি অন্যত্র রান্না হয়। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তাঁরা গোটা বিষয়টি দেখছেন।
সুমন সাহা