Murshidabad News: বহরমপুর কলেজের সেমিনারে মিলে গেল দুই বাংলা

Last Updated:

মুর্শিদাবাদের অন্যতম সেরা কলেজ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। সেখানে আলোচনার বিষয়- বিশ শতকের বাংলা সাহিত্য ও সংস্কৃতি।

+
title=

মুর্শিদাবাদ: মিলে গেল এপার বাংলা-ওপার বাংলা। পদ্মা মাঝখান দিয়ে বয়ে গেলেও দুই বাংলার আত্মিক টান আজও যে অটুট তার প্রমাণ পাওয়া গেল বহরমপুর গার্লস কলেজের সেমিনারে।
মুর্শিদাবাদের অন্যতম সেরা কলেজ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। সেখানে আলোচনার বিষয়- বিশ শতকের বাংলা সাহিত্য ও সংস্কৃতি। এই আলোচনায় অংশ নেন দুই বাংলার গবেষক থেকে শুরু করে প্রখ্যাত সাহিত্যিকরা। এই উপলক্ষে বহরমপুর গার্লস কলেজে এসেছেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক তথা বাংলা অ্যাকাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি তথা প্রখ্যাত লেখক সৈয়দ মাজহারুল পারভেজ সহ সেদেশের অন্যান্য বিশিষ্ট সাহিত্যিকরা। দু'দিন ধরে চলে এই সেমিনার।
advertisement
advertisement
বাংলাদেশ থেকে আগত সাহিত্যিকরা এই আলোচনা চক্রের যথেষ্ট প্রশংসা করেন। তাঁরা বলেন, স্বাধীনতা ও দেশভাগ সমার্থক নয়। আমরা এক, আমাদের ভাষা এক। আজ ভারতীয় উপমহাদেশ এসে মিশেছে বহরমপুর গার্লস কলেজের সভাগৃহে। বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি ও প্রখ্যাত লেখক সৈয়দ মাজহারুল পারভেজ তাঁর বক্তব্যে তুলে আনেন বর্তমান বাংলা ভাষার ও সাহিত্য চর্চার ক্ষেত্রে কী কী প্রতিকুলতার সম্মুখীন হতে হচ্ছে সেই সব প্রসঙ্গ। তিনি বলেন, আমি বাঙালি, বাংলাদেশি, আমি লিখি। তবে আমার বাংলাদেশের পান্ডুলিপি কলকাতায় এসে কলকাতার ভাষা হয়ে যায়। এই লেখ্য বাংলার বিভাজন নিয়ে তিনি একাধিক মতামত প্রকাশ করেন।
advertisement
বহরমপুর গার্লস কলেজের স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগ ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রীদের আয়োজনে এই আলোচনা চক্র আয়োজিত হয়েছে। প্রথমদিন আলোচনা সভার পর কলেজের ছাত্রীদের ও বিভিন্ন জায়গা থেকে আগত গবেষকদের গবেষণাপত্র ও নিবন্ধ পাঠ করা হয়। সেমিনারে অংশ নিয়েও খুশি কলেজের ছাত্রীরা।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহরমপুর কলেজের সেমিনারে মিলে গেল দুই বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement