Murshidabad News: জলের সঙ্কট মেটাতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস খড়গ্রামে
- Published by:kaustav bhowmick
Last Updated:
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বাতুর ময়দানে এই জলস্বপ্ন প্রকল্পটি গড়ে উঠবে। এর জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর খরচ করবে ১ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা।
মুর্শিদাবাদ: বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে খড়গ্রামে জল স্বপ্ন প্রকল্প। এর ফলে আর্সেনিক প্রবণ মুর্শিদাবাদের বহু মানুষ উপকৃত হবেন। স্থানীয় বিধায়ক আশিস মার্জিত এই জল স্বপ্ন প্রকল্পের শিলান্যাস করেন।
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বাতুর ময়দানে এই জলস্বপ্ন প্রকল্পটি গড়ে উঠবে। এর জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর খরচ করবে ১ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা। এই প্রকল্পের শিল্যানাস অনুষ্ঠানে স্থানীয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলি মোমিন, বালিয়া পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রকল্প গড়ে উঠলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
advertisement
খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানিয়েছেন, খুবই শীঘ্রই এই জলস্বপ্ন প্রকল্প গড়ার কাজ শুরু হবে। আগামী কয়েক মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে তিনি দাবি করেন। এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে এই প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাবেন বলে জানান বিধায়ক। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের জল কষ্টের স্থায়ী সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 5:57 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জলের সঙ্কট মেটাতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস খড়গ্রামে