Murshidabad News: জলের সঙ্কট মেটাতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস খড়গ্রামে

Last Updated:

মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বাতুর ময়দানে এই জলস্বপ্ন প্রকল্পটি গড়ে উঠবে। এর জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর খরচ করবে ১ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা।

+
title=

মুর্শিদাবাদ: বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে খড়গ্রামে জল স্বপ্ন প্রকল্প। এর ফলে আর্সেনিক প্রবণ মুর্শিদাবাদের বহু মানুষ উপকৃত হবেন। স্থানীয় বিধায়ক আশিস মার্জিত এই জল স্বপ্ন প্রকল্পের শিলান্যাস করেন।
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া পঞ্চায়েতের বাতুর ময়দানে এই জলস্বপ্ন প্রকল্পটি গড়ে উঠবে। এর জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর খরচ করবে ১ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা। এই প্রকল্পের শিল্যানাস অনুষ্ঠানে স্থানীয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলি মোমিন, বালিয়া পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রকল্প গড়ে উঠলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
advertisement
খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানিয়েছেন, খুবই শীঘ্রই এই জলস্বপ্ন প্রকল্প গড়ার কাজ শুরু হবে। আগামী কয়েক মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে তিনি দাবি করেন। এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে এই প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাবেন বলে জানান বিধায়ক। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের জল কষ্টের স্থায়ী সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জলের সঙ্কট মেটাতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস খড়গ্রামে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement