Hooghly News: রাস্তায় বেরোলেই দুর্ঘটনা ঘটছে, স্পিডব্রেকারের দাবিতে পথ অবরোধ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আরামবাগ-বাঁকুড়া রোড অবরোধ করে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাতে থাকেন। এলাকাবাসীর দাবি, বার বার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হওয়ার কথা বললেও কোনও কাজ হয়নি।
হুগলি: দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা দিয়ে বেপরোয়া যানবাহনের চলাচল আগের থেকে অনেকটাই বেড়েছে। তাতেই ঘটছে দুর্ঘটনা। এর প্রতিকার হিসেবে রাস্তায় স্পিডব্রেকার লাগানোর দাবিতে পথ অবরোধ করলেন গোঘাটের মানুষ।
শনিবার বেলায় হুগলির গোঘাটের খাটুল এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আরামবাগ-বাঁকুড়া রোড অবরোধ করে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাতে থাকেন। এলাকাবাসীর দাবি, বার বার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হওয়ার কথা বললেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় রাস্তায় স্পিডব্রেকার তৈরি করলে তবেই পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁদের দাবি। এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ আরামবাগ-বাঁকুড়া রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়।
advertisement
advertisement
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী বা যে কোনও প্রয়োজনে রাস্তায় বেরোলেই মানুষকে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। তাঁরা জানিয়েছেন, দ্রুত পথ নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। শেষপর্যন্ত গোঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 5:37 PM IST